Wax Model

সুনীতার মোমের মূর্তি সুশান্তের

গত কয়েক বছরে আসানসোলের শিল্পী সুশান্তের অনেক ব্যক্তিত্বের মোমের মূর্তি তৈরি করেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ০৮:২০
Share:

মূর্তির সঙ্গে। নিজস্ব চিত্র

ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের মোমের মূর্তি তৈরি করলেন আসানসোলের ভাস্কর সুশান্ত রায়। রবিবার সেই মূর্তির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পুন্নমবলম।

গত কয়েক বছরে আসানসোলের শিল্পী সুশান্তের অনেক ব্যক্তিত্বের মোমের মূর্তি তৈরি করেছে। তাঁর সংগ্রহশালায় রয়েছে অভিনেতা অমিতাভ বচ্চন, সুশান্ত সিংহ রাজপুত, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-সহ বিশিষ্ট অনেকের মোমের মূর্তি। এ বার সেখানে যোগ হল সুনীতা উইলিয়ামসের মূর্তি।

সুশান্ত জানান, প্রায় ন’মাস ধরে মহাকাশে যে কঠিন লড়াই সুনীতা উইলিয়ামসকে করতে হয়েছে, তিনি আমাদের গর্ব। তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য এই মূর্তিটি তৈরি করা হয়েছে। পোশাকের জন্য একটু সময় লেগেছে। মূর্তির পোশাক আনা হয়েছে আমেরিকা থেকে।’’ তিনি জানান, মহাকাশচারীর পোশাকে সুনীতা উইলিয়ামসের মূর্তি সাজিয়ে তুলেছেন। প্রায় দু’মাস সময় লেগেছে মূর্তিটি সম্পূর্ণ করতে।

মন্ত্রী মলয় বলেন, ‘‘সুশান্ত আমাদের গর্ব। তাঁর হাতে তৈরি বহু মনীষী এবং রাজনৈতিক নেতানেত্রীর মোমের মূর্তি আমরা দেখেছি। আজ সুনীতা উইলিয়ামসের মূর্তি উদ্বোধন হল।আসানসোলবাসী হিসাবে আমরা গর্বিত। সুশান্ত রায়ের ভাস্কর্য নিয়ে সারা দেশে চর্চা হোক, এটাই আমরা চাই।’’ জেলাশাসক বলেন, ‘‘অসাধারণ মূর্তির কারুকাজ। শিল্পী তাঁর কাজ নিয়ে আগামী দিনে আরও এগিয়ে চলুন, শুভেচ্ছা রইল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন