হামলা, পাল্টা অভিযোগে সরগরম শহর

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিধাননগরের ২৬ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী দীপেন মাজি। পাশের ২৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী, বিদায়ী কাউন্সিলর দীপঙ্কর লাহা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৭ ০২:০০
Share:

প্রতিবাদ: দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ সিপিএমের। শুক্রবার দুর্গাপুর থানায় ক্ষোভ। নিজস্ব চিত্র

কোথাও শাসক-বিরোধী দুই দলের কার্যালয়েই হামলা। কোথাও বা বিরোধী দলের পতাকা, পোস্টার ছিঁড়ে দেওয়া। শুক্রবার, ভোট-প্রচারের শেষবেলায় এমনই নানা অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম রইল দুর্গাপুর।

Advertisement

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিধাননগরের ২৬ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী দীপেন মাজি। পাশের ২৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী, বিদায়ী কাউন্সিলর দীপঙ্কর লাহা। তাঁর বাড়ি অবশ্য ২৬ নম্বর ওয়ার্ডে। সেখানেই সুভাষপল্লি ও সিআইএফ ব্যারাকের উল্টো দিকে রয়েছে তৃণমূলের দু’টি কার্যালয়। সেখানে বসেই দলীয় কাজকর্ম দেখেন দীপঙ্করবাবু। অভিযোগ, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ দীপেনবাবুর অনুগামী বলে দলে পরিচিত কয়েক জন ওই দুই কার্যালয়ে হামলা চালায়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন দীপেনবাবু।

যদিও, তৃণমূলেরই একটি সূত্রের দাবি, দীপেনবাবুকে প্রার্থী হিসাবে মানতে না চাওয়া ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তৃণমূল নেতা-কর্মীদের অধিকাংশই দীপঙ্করবাবুর অনুগামী বলে পরিচিত। দীপেনবাবুর হয়ে তাঁদের প্রচারেও দেখা যায়নি। সেই ক্ষোভ থেকেই এ দিন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। যদিও জেলায় দলের পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘এ সবই চক্রান্ত। কংগ্রেস, সিপিএম, বিজেপি একজোট হয়েছে। বোমা, পটকা ফাটিয়ে অশান্তি ছড়িয়ে প্রচারের আলোয় থাকতে চাইছে। পুলিশ তদন্ত করছে।’’

Advertisement

উল্টো দিকে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ ডিএসপি টাউনশিপের এ-জোনে সিপিএমের দলীয় কার্যালয়ে মোটরবাইকে চড়ে আসা মুখ ঢাকা কয়েক জন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। সিপিএমের দাবি, অফিসের ভিতরে, এমনকী বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতেও ভাঙচুর চালানো হয়। পুলিশ এলে অবশ্য হামলাকারীরা চম্পট দেয়। ভোটের কাজে দুর্গাপুরে থাকা সিপিএমের রাজ্য কমিটির সদস্য মদন ঘোষ বলেন, ‘‘তৃণমূল বুঝতে পারছে, মানুষের সমর্থন তাদের দিকে নেই। তাই এই সন্ত্রাস। নির্বাচন কমিশন ও পুলিশ-প্রশাসন নির্বিকার।’’ এই হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে সিপিএম দুর্গাপুর থানায় বিক্ষোভ দেখায়। এ দিন সিপিএমের রাজ্য কমিটির সদস্য মদন ঘোষ বলেন, ‘‘বাইরে থেকে দুষ্কৃতীদের এনে ঘরভাড়া করেছে তৃণমূল। লাগাতার সন্ত্রাস চালছে। পুলিশ-প্রশাসন নয়, মানুষের ভরসায় ভোটে লড়ছি আমরা।’’

শুক্রবার সকালে ১৩ নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় শাসক দল তাদের পোস্টার, পতাকা ছিঁড়েছে বলে অভিযোগ করে বিজেপি। গত ৯ অগস্ট ২৪ নম্বর ওয়ার্ডের গণতন্ত্র কোলনিতে তৃণমূলের এক কর্মী ও তাঁর স্ত্রী’কে মারধর করা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় নাম জড়িয়েছে কংগ্রেসের প্রয়াত নেতা বংশীবদন কর্মকারের ছেলের। যদিও কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তীর দাবি, ‘‘বংশীবদনবাবুর ছেলে রাজনীতির সঙ্গে জড়িত নন। ওনাকে মিথ্যা অভিযোগে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফাঁসানো হয়েছে।’’

যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে তৃণমূলের জেলা শিল্পাঞ্চল সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, ‘‘বিরোধীদের পাশে কেউ নেই। তাই মিথ্যাচার। এর জবাব রবিবার ভোটবাক্সে দেবেন দুর্গাপুরের মানুষ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন