Jitendra Tiwari

জিতেন্দ্রকে নিয়ে জল্পনা নেই, দাবি সাংসদের 

রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে বুধবার রাষ্ট্রপতির কাছে দরবার করেছেন তৃণমূল সাংসদেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ০৩:৩০
Share:

আসানসোলে বাবুল সুপ্রিয়। বুধবার। নিজস্ব চিত্র।

জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে আর কোনও জল্পনা নেই। বুধবার আসানসোলে এসে এমনটাই দাবি করলেন এলাকার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। এ দিন বিকেল সাড়ে ৩টে থেকে প্রায় দু’ঘণ্টা ধরে তিনি দলের নেতা-কর্মীদের সঙ্গে ধাদকায় দলীয় কার্যালয়ে বৈঠক করেন।

Advertisement

ঘটনাচক্রে, জিতেন্দ্রবাবু তৃণমূল ছেড়েছিলেন। তার পরে দলেই প্রত্যাবর্তন করে ‘দিদি’র (মমতা বন্দ্যোপাধ্যায়) উপরে তাঁর আস্থার কথা জানিয়েছিলেন। কিন্তু, তার পরেও কিছু ঘটনাপ্রবাহে জিতেন্দ্রবাবুর রাজনৈতিক অবস্থান নিয়ে তৃণমূলের অন্দরেই জল্পনা অব্যাহত বলে জেলার রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের দাবি। যদিও, মঙ্গলবারও টুইটারে ‘পোস্ট’ করে দিদির সঙ্গে থাকার কথা জানিয়েছিলেন জিতেন্দ্রবাবু। পাশাপাশি, জানিয়েছিলেন বুধবার জেলায় ফিরে দলের কর্মসূচিতেও যোগ দেবেন। এমন এক আবহে, জিতেন্দ্রবাবু প্রসঙ্গে বাবুল বলেন, ‘‘উনি দিদির সঙ্গে থাকার কথা জানিয়েছেন। আমরাও মোদীজির (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) সঙ্গে থেকে উন্নয়নের কাজ করছি। এ ছাড়া, জিতেন্দ্রবাবুকে নিয়ে আর কোনও জল্পনা নেই।’’ ঘটনাচক্রে, এ দিন প্রতিক্রিয়ার জন্য চেষ্টা করে হলেও দেখা যায়, রাত পর্যন্ত জিতেন্দ্রবাবুর ফোন বন্ধ।

এ দিকে, রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে বুধবার রাষ্ট্রপতির কাছে দরবার করেছেন তৃণমূল সাংসদেরা। সে প্রসঙ্গে এ দিন আসানসোলে বাবুল সুপ্রিয় বলেন, ‘‘যে কোনও রাজনৈতিক দল রাষ্ট্রপতির কাছে তাঁদের কথা জানাতেই পারেন। কিন্তু এ রাজ্যে রাজনৈতিক অরাজকতা চলছে। আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। আমরা এর প্রতিবাদ করছি।’’ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলার অন্যতম মুখপাত্র অশোক রুদ্র বলেন, ‘‘সাংসদই এলাকায় এসে রাজনৈতিক অরাজকতা তৈরি করতে চান। মানুষ তা প্রতিহত করবেন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন