‘দখলদার’ হটাতে চিঠি মেয়রকে

কলেজের জমি দখল করে পাকা নির্মাণ তৈরির অভিযোগ উঠেছে আসানসোলের বিধানচন্দ্র কলেজে। কর্তৃপক্ষের অভিযোগ, বারবার নিষেধ করা সত্ত্বেও ঠেকানো যাচ্ছে না দখলদারদের। শেষমেশ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শহরের মেয়রের কাছে লিখিত আর্জি জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ফাল্গুনী মুখোপাধ্যায়। মেয়র জিতেন্দ্র তিওয়ারি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

Advertisement

সুশান্ত বণিক

আসানসোল শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ০২:১৩
Share:

দখল: এই জায়গাটি নিয়েই বিতর্ক। আসানসোলে। নিজস্ব চিত্র

কলেজের জমি দখল করে পাকা নির্মাণ তৈরির অভিযোগ উঠেছে আসানসোলের বিধানচন্দ্র কলেজে। কর্তৃপক্ষের অভিযোগ, বারবার নিষেধ করা সত্ত্বেও ঠেকানো যাচ্ছে না দখলদারদের। শেষমেশ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শহরের মেয়রের কাছে লিখিত আর্জি জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ফাল্গুনী মুখোপাধ্যায়। মেয়র জিতেন্দ্র তিওয়ারি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

Advertisement

কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, কলেজে ঢোকার মুখে দু’পাশের ফাঁকা জমি দখল করে রয়েছেন একদল লোক। প্রথম দিকে চাটাই ও পলিথিনের অস্থায়ী ঘর বানানো হলেও সম্প্রতি সেখানে তৈরি হচ্ছে সিমেন্টের পাকা নির্মাণ। রাতের অন্ধকারে বা ছুটির দিনে এই সব নির্মাণ গড়া হচ্ছে বলে অভিযোগ।

কলেজ কর্তৃপক্ষ জানান, দখলদারদের বারবার উঠে যেতে বলা হলেও কোনও ফল মেলেনি।

Advertisement

সম্প্রতি ওই এলাকায় গিয়েও দেখা যায়, কলেজে ঢোকার মূল গেটই কার্যত দখলদারদের নির্মাণের আড়ালে ঢাকা পড়েছে। মূল রাস্তার পরিবর্তে মাঠের উপরে দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন ছাত্রছাত্রীরা। অধ্যক্ষ ফাল্গুনী মুখোপাধ্যায় বলেন, ‘‘শহরের মেয়র ও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথ ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছি।’’ এ প্রসঙ্গে মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘‘কলেজের তরফে আবেদনপত্র পেয়েছি। এ বিষয়ে খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’

কলেজে ঢোকার মুখে রাস্তার ডান দিকের বেশ কিছুটা ফাঁকা জমিতে সম্প্রতি পাকা নির্মাণ গড়ছিলেন এলাকারই বাসিন্দা রাজেশ সিংহ। বিষয়টি নজরে এলে তাঁর বিরুদ্ধে মেয়রের কাছে অভিযোগ জানান কলেজ কর্তৃপক্ষ। রাজেশবাবুর দাবি, ‘‘জমিটি পূর্ত দফতরের বলেই জানতাম। কলেজের জমি জানতাম না। তবে অভিযোগ ওঠার পরেই কাজ বন্ধ করে দিয়েছি।’’

কিন্তু কেন সেখানে পাকা নির্মাণ গড়া হচ্ছিল, তার উত্তরে রাজেশবাবু জানান, তাঁরা এলাকায় একটি সামাজিক সংগঠন চালান।

কলেজের সামনে দুঃস্থ পড়ুয়াদের জন্য একটি পাঠাগার গড়া হয়েছে। এতদিন সেটি চাটাই ও পলিথিনের অস্থায়ী ছাউনিতে ছিল। এ বার একটি পাকা নির্মাণ গড়ার পরিকল্পনা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন