কর্মী খুনে তদন্তের গতি নিয়ে নালিশ বিজেপির

গত ৩০ মে বিজেপি কর্মী, পাণ্ডুগ্রামের পূর্বপাড়ার বাসিন্দা সুশীল মণ্ডল খুন হন। বিজেপি অভিযোগ করে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই খুন করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ০০:০১
Share:

সুশীল মণ্ডলের বাড়িতে বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া, কেতুগ্রামে। নিজস্ব চিত্র

দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিনে দলীয় কর্মীকে খুন করেছে তৃণমূল, এমনই অভিযোগ করেছিলেন বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার কেতুগ্রামের সেই নিহত কর্মীর বাড়িতে গেলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। সেখানে তাঁর সঙ্গী বিজেপি নেতারা খুনের ঘটনায় পুলিশি তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অভিযোগ তুলেছেন। অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

Advertisement

গত ৩০ মে বিজেপি কর্মী, পাণ্ডুগ্রামের পূর্বপাড়ার বাসিন্দা সুশীল মণ্ডল খুন হন। বিজেপি অভিযোগ করে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই খুন করেছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল। বৃহস্পতিবার নিহত সুশীলবাবুর বাড়িতে যান সাংসদ। সঙ্গে ছিলেন বিজেপি নেতা কৃষ্ণ ঘোষ, রানাপ্রতাপ গোস্বামী, চাঁদকুমার সাহা প্রমুখ। সাংসদকে দেখে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী অপর্ণাদেবী ও তাঁর ছেলে অভিজিৎ। পরিবারের পাশে থাকার বার্তা দেন সুরেন্দ্রবাবু।

নিহতের পরিবারের সদস্যেরা জানান, তৃণমূলকর্মী রাজকুমার ঘোষ, জগন্নাথ ঘোষ এবং তৃণমূলের অঞ্চল সভাপতি (পাণ্ডুগ্রাম) লক্ষ্মণ মণ্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগ হয়েছিল। এ দিন পুলিশি তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে বিজেপি নেতা কৃষ্ণবাবুর অভিযোগ, ‘‘রাজকুমারকে গ্রেফতার করা হলেও বাকি দুই অভিযুক্ত এখনও এলাকায় ঘুরছে। তৃণমূল করার জন্যই পুলিশ তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করছে না।’’ পুলিশ অবশ্য জানায়, আইন অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে। বাকি অভিযুক্তেরা পলাতক।

Advertisement

পাশাপাশি, রাজ্যে শাসক দল সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করেন সুরেন্দ্রবাবু। তবে অভিযোগ অস্বীকার করেছেন কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ সাহানেওয়াজ।

এ ছাড়া, বৃহস্পতিবারেই মন্তেশ্বরের একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন সাংসদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন