বিজেপির নজরে বর্ধমান

রাজ্য সফর এসে বিজেপি সভাপতি অমিত শাহ বলে দিয়েছেন, তাঁদের লক্ষ্য বাংলা। আজ, সোমবার থেকে বর্ধমানে শুরু হওয়া বিজেপি-র রাজ্য কমিটির বৈঠকে প্রস্তাব ‘এ বার পশ্চিমবঙ্গ’। বিভিন্ন রাজ্যে গিয়ে অমিত শাহের কাজের ভিডিও দেখানো হবে বৈঠকে আসা প্রতিনিধিদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ০১ মে ২০১৭ ০১:২৪
Share:

আয়োজন: বিজেপির রাজ্য কমিটির বৈঠকের প্রস্তুতি। বর্ধমানে। নিজস্ব চিত্র

রাজ্য সফর এসে বিজেপি সভাপতি অমিত শাহ বলে দিয়েছেন, তাঁদের লক্ষ্য বাংলা। আজ, সোমবার থেকে বর্ধমানে শুরু হওয়া বিজেপি-র রাজ্য কমিটির বৈঠকে প্রস্তাব ‘এ বার পশ্চিমবঙ্গ’। বিভিন্ন রাজ্যে গিয়ে অমিত শাহের কাজের ভিডিও দেখানো হবে বৈঠকে আসা প্রতিনিধিদের।

Advertisement

বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “দলের সর্বভারতীয় সভাপতি আমাদের লক্ষ্য ঠিক করে দিয়েছেন। নির্দিষ্ট কিছু কাজ দিয়েছেন। সংগঠন বাড়ানোর জন্য আমরা ওই নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে যাব। তার জন্যেই বর্ধমানে আমাদের বৈঠক।” বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এ রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্র নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করবেন দলের ৩৩ জন সাংগঠনিক সভাপতি। এই বৈঠকে কেন্দ্রীয় নেতাদের লোকসভা কেন্দ্র অনুযায়ী দায়িত্ব দেওয়া হবে। সংখ্যালঘু ভোট টানার জন্যও নির্দিষ্ট প্রস্তাব নেওয়া হবে। কর্মীদের বুথ স্তর পর্যন্ত পৌঁছতে কী করতে হবে, সে বার্তাও দেওয়া হবে।

বর্ধমান শহরে এই বড় মাপের বৈঠকের আগে তোড়জোড়ে ব্যস্ত নেতারা। উল্লাস মোড়, বীরহাটা মোড়, স্টেশন মোড়-সহ সাত জায়গায় গেট তৈরি করেছে। রাজ্য নেতারা দু’দিন আগেই পৌঁছে গিয়েছেন শহরে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৩৫০ জন এবং ৪০ জন কেন্দ্রীয় প্রতিনিধি আসবেন। দল সূত্রের খবর, দিলীপবাবু ছাড়াও নীতি-নির্ধারক বৈঠকে থাকবেন বাবুল সুপ্রিয়, রূপা গঙ্গোপাধ্যায় প্রমুখ। প্রকাশ্য সমাবেশে থাকবেন এ রাজ্যে বিজেপি-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং উত্তরপ্রদেশের ভোটের দায়িত্বে থাকা শিবপ্রকাশ।

Advertisement

রাজ্য-বৈঠকের জন্য বর্ধমানকে বেছে নেওয়ার পিছনে বিজেপি-র ব্যাখ্যা, লোকসভা ভোটের আগেই বর্ধমানে পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন। ওই যুদ্ধে দলকে শক্ত পায়ে দাঁড় করাতে পারলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। দলের বর্ধমান সদরের সভাপতি সন্দীপ নন্দীর দাবি, “শাসক দলকে বর্ধমানে হারাতে পারলে দক্ষিণবঙ্গ জয় করতে কোনও সমস্যা হবে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন