মিছিলে অধ্যক্ষ, চাপান-উতোর

ওই মিছিলটি এ দিন দুপুরে কলেজ থেকে বেরিয়ে জওহরলাল নেহরু রোড ধরে এলাকা পরিক্রমা করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ ০০:২৮
Share:

এই মিছিলেই যোগ দিয়েছিলেন অধ্যক্ষ (মাঝখানে)। নিজস্ব চিত্র

জেএনইউ-এ হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ধিক্কার মিছিল বেরিয়েছিল দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে। মিছিলের সামনে থাকা ফেস্টুনে তৃণমূল ছাত্র পরিষদ লেখা ছিল। ফেস্টুনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও ছিল। ওই মিছিলের সামনে দেখা গিয়েছে অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিককে। এই বিষয়টি নিয়ে বিজেপি অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

Advertisement

ওই মিছিলটি এ দিন দুপুরে কলেজ থেকে বেরিয়ে জওহরলাল নেহরু রোড ধরে এলাকা পরিক্রমা করে। কলেজের ভিতর থেকে মিছিলে যোগ দেন অধ্যক্ষ। মিছিল রাস্তায় ওঠার পরে তিনি কলেজের ভিতরে ফিরে যান। এই ঘটনার প্রকাশ্যে আসতেই বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের অভিযোগ, ‘‘তৃণমূলের ব্যানারে এক জন অধ্যক্ষ মিছিল করতে পারেন না। ছাত্রী আক্রান্তের ঘটনার প্রতিবাদ অন্য ভাবেও করা যায়। তিনি পদের গরিমা, সম্মান নষ্ট করেছেন।’’

যদিও অভিযোগ মানতে চাননি অধ্যক্ষ পুরুষোত্তমবাবু। তিনি বলেন, ‘‘এক জন ছাত্রী ও এক জন শিক্ষিকা আক্রান্ত। আমার কলেজের পড়ুয়ারা প্রতিবাদ মিছিল করেন। আমিও প্রতিবাদ জানাতে সেই মিছিলে যোগ দিই। মিছিলে কোনও সংগঠনের পতাকা ছিল না। ফেস্টুনে কী লেখা ছিল, তা দেখিনি। তবে এমন ঘটনায় ফের প্রতিবাদ করব।’’

Advertisement

এই বিষয়টি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা কার্যকরী সভাপতি ইমরান খান অবশ্য বলেন, ‘‘অধ্যক্ষ কোনও ভুল কাজ করেননি। এটা ছাত্র সংসদের মিছিল। ছাত্র সংসদ কলেজেরই অংশ। তা ছাড়া, প্রত্যেকেরই ব্যক্তি-স্বাধীনতা রয়েছে, কে, কোন মিছিলে যাবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন