কারখানায় বিস্ফোরণ, ক্ষুব্ধ বাসিন্দারা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে আচমকা বিকট শব্দে চমকে ওঠেন আশপাশের বাসিন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৯ ০২:১৩
Share:

বিস্ফোরণ হয় এখানেই। নিজস্ব চিত্র

স্পঞ্জ আয়রন কারখানায় ভাটিতে বিস্ফোরণে জখম হলেন এক কর্মী। সোমবার দুর্গাপুরের রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্পতালুকে বেসরকারি ওই কারখানায় বিস্ফোরণের বিকট শব্দে এলাকার কয়েকটি বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর একাংশের। তাঁরা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধও করেন। পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে আচমকা বিকট শব্দে চমকে ওঠেন আশপাশের বাসিন্দারা। জানা যায়, ওই কারখানায় ভাটিতে বিস্ফোরণ হয়েছে। দাউদাউ করে আগুন জ্বলছে। বিস্ফোরণের জেরে আগুন ছড়িয়ে আশপাশের আবর্জনার স্তুপও জ্বলতে শুরু করে। আহত হন এক ঠিকা শ্রমিক। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পরে কারখানায় গিয়ে কোনও আধিকারিকের দেখা মেলেনি।

বিস্ফোরণে কারখানা লাগোয়া পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা কলোনির বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের অভিযোগ, কয়েকটি বাড়ির দেওয়ালে ফাটল ধরে গিয়েছে। তাঁদের দাবি, এর আগেও কয়েক বার ওই কারখানায় ভাটিতে বিস্ফোরণ হয়েছে। বারবার বিস্ফোরণের বিকট শব্দে ফাটল ধরে যাওয়ায় বাড়ি-ঘরের ক্ষতি হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও তা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।

Advertisement

এ দিন সকালে ফের বিস্ফোরণের পরেই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। ঘটনার পরে কারখানা কর্তৃপক্ষের তরফে কেউ সেখানে না আসায় কিছু বাসিন্দা কারখানায় ঢুকে ভাঙচুর চালান বলে অভিযোগ। বিস্ফোরণের আতঙ্কে ও বাসিন্দারা জড়ো হওয়ায় কারখানার কর্মীরাও পালিয়ে যান। বাসিন্দারা কারখানা লাগোয়া রাস্তা অবরোধ শুরু করেন। কোকআভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর ব্যবস্থার আশ্বাস দেওয়া হলে প্রায় আধ ঘণ্টা পরে অবরোধ ওঠে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন