ব্যবসায়ীর বাড়িতে বোমা

গৃহপ্রবেশের আগের রাতে বাড়িতে বিস্ফোরণের ঘটনার পরে এক মাসও কাটেনি। ফের কুলটির নিয়ামতপুরে এক ব্যবসায়ীর বাড়িতে শনিবার ভোর রাতে বোমা ছুড়ল দুষ্কৃতীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০১:২৯
Share:

বিস্ফোরণে ভেঙেছে চাল। —নিজস্ব চিত্র।

গৃহপ্রবেশের আগের রাতে বাড়িতে বিস্ফোরণের ঘটনার পরে এক মাসও কাটেনি। ফের কুলটির নিয়ামতপুরে এক ব্যবসায়ীর বাড়িতে শনিবার ভোর রাতে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। বিস্ফোরণে বাড়ির অ্যাসবেস্টসের ছাউনি ও দেওয়ালের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

নিয়ামতপুরের ওয়ারিশ মহল্লার বাসিন্দা, পেশায় ব্যাগ ব্যবসায়ী মহম্মদ সইদ পুলিশকে জানান, শনিবার রাত সওয়া তিনটে নাগাদ বাড়ির সকলে ঘুমিয়ে ছিলেন। তিনি বলেন, ‘‘আচমকা বিস্ফোরণের শব্দে ধরফড়িয়ে উঠে পড়ি। দেখি বাড়ির ছাউনির বেশ খানিকটা উড়ে গিয়েছে। দেওয়ালের একাংশে ফাটল দেখা গিয়েছে।’’

বিস্ফোরণের পরে সইদ এবং তাঁর পরিবারের সদস্যরা ভয় পয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। বিস্ফোরণের আওয়াজে ততক্ষণে জড়ো হন পড়শিরাও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, একটি হাত-বোমা ছোড়া হয় বাড়িতে।

Advertisement

ঘটনায় কে বা কারা জড়িত থাকতে পারে? পুলিশকর্মীরা জানান, দিন তিনেক আগে পড়শি দু’জন যুবকের সঙ্গে জল নেওয়াকে কেন্দ্র করে বিবাদ বাধে সইদের। অভিযোগ, সেই সময়ে সইদকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয় ওই দু’জন। সেই ঘটনার সঙ্গে শনিবার রাতে বিস্ফোরণের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই দুই যুবক-সহ তিন জনকে আটক করেছে পুলিশ।

বাড়িতে বোমার খবর চাউর হওয়ার পরে এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। গত ২৩ জানুয়ারি নিয়ামতপুরের নিউ রোড এলাকায় এক খনিকর্মীর নতুন বাড়িতে গৃহপ্রবেশের আগের রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তার এক সপ্তাহের মধ্যে নিয়ামতপুরেই এক ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হামলা হয়। মারধর করা হয় ব্যবসায়ীকে। যদিও পুলিশের দাবি, প্রতিটি ঘটনার তদন্ত চলছে। দ্রুত কিনারা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement