ভোটের আবহে বোমা উদ্ধার মন্তেশ্বরে

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ২৩:২৭
Share:

—প্রতীকী চিত্র।

নির্বাচনী আবহের মধ্যে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। শনিবার মন্তেশ্বরের গলাতুন গ্রামের একটি খামার বাড়ির খড়ের গাদার পাশে পরিত্যক্ত জায়গা থেকে বোমাগুলি উদ্ধার হয়।

Advertisement

গলাতুন গ্রামে একটি খামার বাড়ির খড়ের গাদার পাশে পরিত্যক্ত জায়গা থেকে বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় মন্তেশ্বর থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গলাতুন গ্রামের ঘোষপাড়া এলাকায় ফাঁকা খামারবাড়িতে ওই বোমাগুলি স্থানীয় বাসিন্দারা দেখতে পান। পুলিশ খবর দেয় সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডকে। বোম ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে যায় এবং বোমা উদ্ধার করে। উপস্থিত ছিলেন কালনার এসডিপিও রাকেশকুমার চৌধুরী। বোমাগুলি উদ্ধারের পর সেগুলি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় নষ্ট করার জন্য। কী ভাবে ওই এলাকায় বোমা এল, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

জেলা পুলিশ সুপার আমন দীপ জানান, ৮টি বোম উদ্ধার করা হয়েছে। সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড এসেছে। বোম না অন্য কিছু তা পরীক্ষা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement