মঙ্গলকোটে বোমাবাজি

একশো দিনের মজুরি নিয়ে বোমাবাজি হল পশ্চিম মঙ্গলকোটের কল্যাণপুরে। সঙ্গে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বাড়িতে লুঠপাট চালানো হয়েছে বলেও অভিযোগ। দু’জন জখমও হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ০১:৫৪
Share:

একশো দিনের মজুরি নিয়ে বোমাবাজি হল পশ্চিম মঙ্গলকোটের কল্যাণপুরে। সঙ্গে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বাড়িতে লুঠপাট চালানো হয়েছে বলেও অভিযোগ। দু’জন জখমও হয়েছেন।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ কল্যাণপুরের বাবুপাড়ায় জনা পঞ্চাশেক দুষ্কৃতীদের একটি দল লাখুরিয়ার প্রাক্তন অঞ্চল সভাপতি অজিত মণ্ডলের বাড়িতে হামলা চালায়। ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত ওই নেতার বাড়িতে বোমা ছোড়ার পরে দুষ্কৃতীরা বাড়িতেঢুরে রান্নার গ্যাসের সিলিন্ডার খুলে আগুন ধরানোর চেষ্টা করে বলেও অভিযোগ। অজিতবাবুর ছেলে ঝন্টু মণ্ডলের সাইকেল ভেঙে দেওয়া হয়। ওই পাড়ারই আরও কয়েকটি বাড়িতেও ভাঙচুর করা হয় বলেও দাবি স্থানীয় বাসিন্দা অর্জুন মাঝি, প্রণব মণ্ডলদের। হরিচরণ মাঝি ও বাবুল মাঝি নামে অপূর্ব চৌধুরীর ঘনিষ্ঠ দুই তৃণমূল কর্মী জখমও হন। ঘন্টাখানেক পরে পুলিশ ঘটনাস্থলে যায়।

অজিতবাবুর অভিযোগ, বিধায়ক ঘনিষ্ঠ কিছু দুষ্কৃতী এলাকার প্রাক্তন সিপিএম কর্মীদের জড়ো করে হামলা চালাচ্ছে। তিনি বলেন, ‘‘পুজোর আগে অপূর্ববাবুর অনুগামী ৫৫ জনকে একশো দিনের কাজের টাকা দেওয়া হয়নি। আমরা ঘটনার প্রতিবাদ করেছিলাম বলেই আমাদের বাড়িতে বোমাবাজি হল।’’ যদিও অজিতবাবুর অভিযোগ উড়িয়ে পাল্টা অভিযোগ করেছেন বিধায়ক অনুগামীরা। বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর অনুগামীদের দাবি, অজিতবাবু অকশো দিনের কাজে শ্রমিকদের প্রাপ্য টাকার মধ্যে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়েছেন। গ্রামবাসীরা সেই প্রাপ্য মজুরি চাইলেই দু’পক্ষের গোলমাল বাধে। অপূর্ববাবুর দাবি, ‘‘পুরোটাই দুষ্কৃতীদের কাজ।’’ একই দাবি বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীও। পুলিশ অবশ্য জানিয়েছে, বিকেল পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন