খোলা ম্যানহোলে পড়ে বারবার দুর্ঘটনা শহরে

রবিবার সেপকো এলাকায় একটি খোলা ম্যানহোলে পড়ে গিয়ে আটকে যায় একটি মোষ। দমকল কর্মীরা সেটির শরীরে দড়ি বেঁধে টানাটানি করেও তুলতে পারেননি। হাত লাগান বাসিন্দারাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৭ ০৭:২০
Share:

পড়ে গেল মোষ। নিজস্ব চিত্র

বৃষ্টির জমা জলে খোলা ম্যানহোলে পড়ে গিয়ে এক চিকিৎসকের মৃত্যুতে শোরগোল পড়েছে মুম্বইয়ে। আদালত চত্বরে এক অভিযুক্তের পড়ে যাওয়া বা গত কয়েক মাসে নানা সময়ে গবাদি পশুর পড়ে যাওয়ার বিভিন্ন ঘটনায় দুর্গাপুরেও খোলা ম্যানহোল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

রবিবার সেপকো এলাকায় একটি খোলা ম্যানহোলে পড়ে গিয়ে আটকে যায় একটি মোষ। দমকল কর্মীরা সেটির শরীরে দড়ি বেঁধে টানাটানি করেও তুলতে পারেননি। হাত লাগান বাসিন্দারাও। পরে ম্যানহোলের ভিতরে জল ঢুকিয়ে চেষ্টা করা হয় যাতে মোষটি কিছুটা ভেসে ওঠে এবং সেই সঙ্গে দড়ির টানে তোলা সম্ভব হয়। কিন্তু তা-ও সফল হয়নি। শেষে ঘণ্টা দেড়েকের চেষ্টায় মোষটিকে উপরে তোলা যায়।

বাসিন্দারা জানান, মোষটি রীতিমতো জখম হয়েছে। তাঁদের অভিযোগ, ম্যানহোলটি দিনের পর দিন আঢাকা পড়ে আছে। অসাবধানে শিশুরাও পড়ে যেতে পারে। গত কয়েক মাসে শহরের নবদিগন্ত, মাইকেল ফ্যারাডে ইত্যাদি এলাকায় খোলা ম্যানহোলে গবাদি পশু পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। উদ্ধারে যেতে হয়েছে দমকলকে।

Advertisement

৩ অগস্ট দুর্গাপুর আদালত চত্বরে একটি খোলা ম্যানহোলে পড়ে যায় এক অভিযুক্ত। আদালতের পিছন দিক দিয়ে আনা হচ্ছিল অভিযুক্তদের। তাঁদের মুখে রুমাল বাঁধা ছিল। এক অভিযুক্ত তখন অসাবধানে ম্যানহোলে পড়ে যান। যদিও সেটি বেশি গভীর না হওয়ায় তেমন চোট লাগেনি। কিন্তু আদালত চত্বরে এমন খোলা ম্যানহোল থাকায় ক্ষোভ প্রকাশ করেন আইনজীবী থেকে সাধারণ মানুষ, সকলেই।

দুর্গাপুরে ইদানীং বৃষ্টি হলেই বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। জলে ডুবে থাকা খোলা ম্যানহোলে পড়ে গিয়ে মুম্বইয়ের মতো দুর্ঘটনা এখানেও ঘটতে পারে বলে আশঙ্কা শহরবাসীর। পুরসভা ছাড়াও শহরের বেশ কিছু জায়গায় রাস্তা, নর্দমা, জল সরবরাহের দায়িত্বে আছে এডিডিএ। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পরে এডিডিএ-র সঙ্গে কথা বলে এই সমস্যা মেটানো হবে বলে আশ্বাস পুরসভার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন