Sexual Harassment

বছর সাতের শিশুকন্যার উপর যৌন নির্যাতন! যুবক গ্রেফতার বর্ধমানে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থানা এলাকায় ওই শিশুকন্যার বাড়ি। শিশুটির বাবা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। তার মা একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করেন। সুরজ শিশুকন্যার বাড়িতে ভাড়া থাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ২২:৪১
Share:

— প্রতীকী চিত্র।

বছর সাতের শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান মহিলা থানার পুলিশ। ধৃতের নাম সুরজ সিংহ ওরফে সোনা। শনিবার দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার ছুটির দিন থাকায় ধৃতকে বর্ধমানের পকসো আদালতের পরিবের্ত সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে সাত দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে মঙ্গলবার পকসো আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। সেখানেই পুলিশি হেফাজতের আবেদনের শুনানি হবে। ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থানা এলাকায় ওই শিশুকন্যার বাড়ি। শিশুটির বাবা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। তার মা একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করেন। সুরজ শিশুকন্যার বাড়িতে ভাড়া থাকে। মাঝে মধ্যেই মেয়েকে একা রেখে কাজে যেতে হয় মাকে। একা থাকার সুযোগে মাঝে মধ্যেই শিশুকন্যাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে তার উপর সুরজ যৌন নির্যাতন চালাতেন বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে না জানানোর জন্য শিশুটিকে শাসায় অভিযুক্ত। শুক্রবার এক নাবালক আত্মীয় শিশুকন্যার মাকে ঘটনার কথা জানিয়ে দেয়। এরপরই শিশুটির মা মেয়ের কাছে বিষয়টি জানতে চান। শিশুকন্যা ঘটনার কথা তার মাকে খুলে বলে। এরপরই শিশুকন্যার মা মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পকসো আইনের ৬ ধারায় মামলা রুজু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement