দুবাই থেকে ফিরুক ছেলে, আর্তি

ওই যুবকের বাবার আরও অভিযোগ, গত ৬ এপ্রিল পাত ৮টা নাগাদ ফোনে মহাদেব তাঁকে বাড়িতে ডাকেন। অভিযোগ, পথেই চিত্তরঞ্জনবাবু ও তাঁর স্ত্রীকে খুনের হুমকি দেন মহাদেব। এ বিষয়ে থানা-পুলিশ করতেও নিষেধ করেন তিনি। চিত্তরঞ্জনবাবুর দাবি, ‘‘মহাদেব এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে। ওঁর শাস্তি চাই।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ০১:২০
Share:

মিন্টু অধিকারী। নিজস্ব চিত্র

এক যুবককে দুবাইয়ে কাজ দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল কালনায়। সেই সঙ্গে, ওই যুবক বর্তমানে দুবাইয়ে আটকে রয়েছেন বলে দাবি পরিবারের। এই পরিস্থিতিতে পুলিশ, প্রশাসনের কাছে পরিবারের আর্জি, যে ভাবেই হোক ছেলেকে কালনায় ফিরিয়ে আনা হোক।

Advertisement

কালনার শ্বাসপুরের রামকৃষ্ণপল্লিতে বাড়ি কাঠমিস্ত্রি চিত্তরঞ্জন অধিকারীর। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার, কালনা থানা, মহকুমাশাসকের (কালনা) কাছে চিত্তরঞ্জনবাবু জানিয়েছেন, তাঁর ছেলে বছর কুড়ির মিন্টুকে লাগোয়া এলাকার মহাদেব মণ্ডল নামে এক জন কাজ দেবেন বলে জানান। চিত্তরঞ্জনবাবুর দাবি, তাঁর ছেলেকে দুবাইয়ে তিরিশ হাজার টাকা বেতনের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এ বিষয়ে একটি কাগজে চিত্তরঞ্জনবাবু এবং মিন্টুকে সইও করিয়ে নেয় বলে মহাদেবের বিরুদ্ধে অভিযোগ।

এর পরে গত ১৩ ফেব্রুয়ারি দুবাই নিয়ে যাবে বলে পাসপোর্ট ও অন্য নথি-সহ মহাদেব মিন্টুকে বাড়ি থেকে নিয়ে যায়। চিত্তরঞ্জনবাবুর অভিযোগ, ‘‘এর জন্য আমাদের থেকে নগদ দেড় লাখ টাকা নেন মহাদেব।’’ মিন্টুকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার দিন পনেরো বাদে ছেলের ফোন আসে বলে জানান চিত্তরঞ্জনবাবু। তাঁর কথায়, ‘‘ফোনে ছেলে জানায়, তাকে একটা ঘরে আটকে রাখা হয়েছে।’’

Advertisement

এ কথা শুনেই চিত্তরঞ্জনবাবু দু’জন পড়শিকে সঙ্গে নিয়ে মহাদেবের বাড়ি যান বলে পুলিশকে জানিয়েছেন। সেই সময়ে মিন্টুর কথা মহাদেবকে জানানো হলে তিনি কাউকে এক জন ফোন করে বলেন, ‘‘ওকে কাজে লাগিয়ে দিন।’’ ওই যুবকের পরিবারের দাবি, কিছু দিন পরে ফের ফোন আসে মিন্টুর। তিনি জানান, তাঁকে নির্মাণক্ষেত্রে ১০০ ফুট উপরে কাজে লাগানো হয়েছে ও সিমেন্ট, বালি, পাথর বয়ে নিয়ে যাওয়ার কাজ করানো হচ্ছে। ফোনে মিন্টু অভিযোগ করেন, তাঁর সপ্তাহের খোরাকিও বন্ধ করে দেওয়া হয়েছে। চিত্তরঞ্জনবাবুর অভিযোগ, ‘‘ছেলের মুখে এ কথা শুনেআমি ও আমার স্ত্রী ফের মহাদেবের বাড়িতে যায়। সেই সময়ে মহাদেবের বউ ও মা আমাদের গালিগালাজ করেন এবং বঁটি হাতে তাড়া করেন।’’

ওই যুবকের বাবার আরও অভিযোগ, গত ৬ এপ্রিল পাত ৮টা নাগাদ ফোনে মহাদেব তাঁকে বাড়িতে ডাকেন। অভিযোগ, পথেই চিত্তরঞ্জনবাবু ও তাঁর স্ত্রীকে খুনের হুমকি দেন মহাদেব। এ বিষয়ে থানা-পুলিশ করতেও নিষেধ করেন তিনি। চিত্তরঞ্জনবাবুর দাবি, ‘‘মহাদেব এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে। ওঁর শাস্তি চাই।’’

তবে ছেলের কথা ভেবে ঘুম ছুটেছে পরিবারের। মিন্টুর মা শিলাদেবীর এখন শুধু একটাই আর্জি, ‘‘টাকাপয়সা কিচ্ছু চাই না। ছেলেটা ভাল ভবে ও ঘরে ফিরুক।’’

এসডিপিও (কালনা) শান্তনু চৌধুরী বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। ওই যুবককে দেশে ফেরানোর জন্য সংশ্লিষ্ট নানা জায়গায় যোগাযোগ করা হচ্ছে।’’ পুলিশ জানায়, মহাদেবের খোঁজে তল্লাশি চলছে। এ দিন সকালে তাঁর বাড়ি গিয়ে দেখা মেলেনি তাঁর স্ত্রী ও মায়েরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন