বিক্রি করা যাবে না এএসপি, দাবি সিটুর

অ্যালয় স্টিল প্ল্যান্ট (এএসপি) বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র, এই অভিযোগে শনিবার কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালেন সিটু কর্মী-সমর্থকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৬ ০১:১২
Share:

অ্যালয় স্টিল প্ল্যান্ট (এএসপি) বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র, এই অভিযোগে শনিবার কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালেন সিটু কর্মী-সমর্থকেরা। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে সিটু। তা ছাড়া সংস্থাটিকে লাভজনক করে তোলা সম্ভব বলেও দাবি সিটুর।
সিটুর তরফে অভিযোগ, আরও কিছু রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার মতো দুর্গাপুরের এএসপি বিক্রি করে দেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু হয়েছে সেল-এর বোর্ডে। এএসপি গত কয়েক বছর ধরেই লোকসানে চলছে। কেন্দ্রীয় সরকার অলাভজনক সংস্থা চালানোর ব্যাপারে আর উৎসাহী নয়, আসানসোলের হিন্দুস্থান কেব্‌লস কারখানা বন্ধের ঘোষণাতেই তা পরিষ্কার হয়ে গিয়েছে। সম্প্রতি দুর্গাপুরে এক অনুষ্ঠানে সে কথা স্বীকারও করে নেন ভারী শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তবে এএসপি-র ক্ষেত্রে ‘বিষয়টি জানা নেই’ বলে এড়িয়ে যান তিনি। তবে সিটুর দাবি, এএসপি বিক্রির সিদ্ধান্ত সেল বোর্ড অনুমোদন করলেই কেন্দ্রীয় সরকার ক্যাবিনেটে তা পাশ করে নেবে। তার আগে সিটুর পক্ষ থেকে সেলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে এমন কোনও সিদ্ধান্তের বিরোধিতা করা হবে। শুধু তাই নয়। দুর্গাপুর ও সংলগ্ন এলাকার অর্থনীতিতে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ও অ্যালয় স্টিল প্ল্যান্টের কি ভূমিকা এবং দুই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে লাভজনক করে তুলতে কী কী করা দরকার, সে ব্যাপারে বিশদ জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হবে বলে জানান সিটু নেতৃত্ব।
এএসপি কারখানায় বিশেষ ধরনের মিশ্র ইস্পাত তৈরি হয়। অতীতে প্রতিরক্ষা ক্ষেত্রে কখনও সাবমেরিন, কখনও ক্ষেপণাস্ত্র তৈরিতে এই কারখানায় উৎপাদিত বিশেষ ইস্পাত কাজে লেগেছে। প্রতিরক্ষা গবেষণার কাজেও ভূমিকা রয়েছে এই কারখানার। কিন্তু লাগাতার লোকসানে চলা কারখানাটির ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি রাজ্য সরকারের সংস্থা দুর্গাপুর কেমিক্যালস-এর বিলগ্নিকরণের সিদ্ধান্ত হয়েছে। এ বার এএসপি-ও বিক্রি হলে দুর্গাপুরের অর্থনীতি ধাক্কা খাবে বলে বণিক মহলের আশঙ্কা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement