সিভিক ভলান্টিয়ার প্রহৃত

দু’টি পৃথক জায়গায় সিভিক ভলান্টিয়ারকে মারধর ও মোটরবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটল বর্ধমানে। পারিবারিক বিবাদ থামাতে গিয়ে শনিবার আবদুল্লা শেখ নামে এক সিভিক ভলান্টিয়ারকে মারধরের ঘটনা ঘটল কাটোয়ার শ্রীবাটি গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বুদবুদ ও কাটোয়া শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ০০:৪০
Share:

দু’টি পৃথক জায়গায় সিভিক ভলান্টিয়ারকে মারধর ও মোটরবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটল বর্ধমানে।

Advertisement

পারিবারিক বিবাদ থামাতে গিয়ে শনিবার আবদুল্লা শেখ নামে এক সিভিক ভলান্টিয়ারকে মারধরের ঘটনা ঘটল কাটোয়ার শ্রীবাটি গ্রামে। তাঁকে জখম অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রামের একটি নর্দমা পরিষ্কার করাকে কেন্দ্র করে এ দিন সকালে দু’টি পরিবারের মধ্যে বচসা বাধে। তারপরেই লাঠি হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আবদুল্লা ঘটনাস্থলে যান। তখনই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় আবদুল্লা ছাড়াও আরও ৭ জন জখম হয়েছেন। তাঁদেরও কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বুদবুদে কোটা মোড়ের কাছে শুক্রবার রাতে এক সিভিক ভলান্টিয়ারের মোটরবাইক ছিনতাই হয়। পুলিশ জানায়, কোটা গ্রামের বাসিন্দা, সিভিক ভলান্টিয়ার সুমিত্র লায়েক রাত ১২টা নাগাদ বাড়ি ফিরছিলেন। আচমকা ৩ জন তাঁর পথ আটকায়। সুমিত্রবাবুর কাছ থেকে টাকা ও মোটরবাইক নিয়ে চম্পট দেয় তারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন