প্রতীকী ছবি
করোনা চিকিৎসায় ট্রেনের পুরনো কামরা মেরামত করে ‘আইসোলেশন’ ওয়ার্ড তৈরি করল আসানসোল রেল ডিভিশন। রেল সূত্রে জানা গিয়েছে, গত এক মাস ধরে ডিভিশনের নতুন ‘কোচিং সাইড’-এ এই কাজ শেষ করেছে ডিভিশনের মেকানিক্যাল বিভাগ। প্রাথমিক ভাবে ২০টি কামরা নিয়ে তৈরি হয়েছে ওয়ার্ড। প্রয়োজন হলে আরও তৈরি করা হবে বলে জানিয়েছেন ডিভিশন কর্তৃপক্ষ। পাশাপাশি, ডিভিশনের উদ্যোগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ‘পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট’ও (পিপিই) তৈরি করা হয়েছে।
ডিআরএম সুমিত সরকার জানান, করোনা মোকাবিলার জন্য রেল মন্ত্রকের তরফে প্রত্যেক ডিভিশন কর্তৃপক্ষকে নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছিল। সেই মতো চেষ্টা করা হচ্ছে। আসানসোল ডিভিশনের মেকানিক্যাল বিভাগের সিনিয়র ডিএমই বিশ্বজিৎ সান্নি জানিয়েছেন, প্রায় ২০ বছরের পুরোনো কামরাকে সংস্কার করে ওয়ার্ড তৈরি করা হয়েছে। পুরুষ ও মহিলা কর্মীরা এই কাজ করেছেন। এক একটি কামরায় ১৬ জন রোগীকে রাখা যাবে। রয়েছে অক্সিজেনের ব্যবস্থা। একটি পূর্ণাঙ্গ হাসপাতালের সমান সমস্ত চিকিৎসা উপযোগী পরিষেবা এই ওয়ার্ডে মিলবে বলে দাবি ডিভিশনের। এখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য থাকার বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।
করোনা মোকাবিলায় শুধু ‘আইসোলেশন ওয়ার্ড’ তৈরি নয়, ডিভিশনের উদ্যোগে তৈরি করা হচ্ছে ‘পিপিই’। ডিভিশনের কর্তারা জানান, এখনও পর্যন্ত ১০০টি ‘পিপিই’ তৈরি করা হয়েছে। ডিআরএম জানিয়েছেন, সিনিয়র ডিএমই বিশ্বজিৎবাবু ও ইঞ্জিনিয়ার মুকেশকুমার মিনার তত্ত্বাবধানে এই ‘পিপিই’ তৈরি করা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠানের (ডিআরডিও) কাছ থেকে অনুমতি নিয়ে উপযুক্ত গুণমান সম্পন্ন সামগ্রী দিয়ে মন্ত্রকের নির্দেশাবলী মেনে ‘পিপিই’ তৈরি করা হচ্ছে বলে ডিভিশন সূত্রের খবর। ডিআরএম বলেন, ‘‘করোনা মোকাবিলায় প্রয়োজনে আগামী দিনে আরও কিছু করা যেতে পারে।’’