Coronavirus

পশু-চিকিৎসার জন্য চালু ‘মোবাইল ভ্যান’

প্রাণিসম্পদ দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে সুপার স্পেশালিটি পশু হাসপাতাল আছে মোট ১১৪টি। এর মধ্যে পূর্ব বর্ধমান জেলায় রয়েছে দু’টি। ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্র পাঁচটি, অতিরিক্ত প্রাণী স্বাস্থ্যকেন্দ্র ১৭টি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২০ ০৩:১২
Share:

প্রতীকী ছবি

‘লকডাউন’-এর মধ্যে গৃহপালিত পশুপাখি ও পথের কুকুরদের স্বাস্থ্য পরিষেবার জন্য পূর্ব বর্ধমানে ‘মোবাইল ভ্যান’ পরিষেবা চালু করল প্রাণিসম্পদ উন্নয়ন দফতর। সে জন্য হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। দফতরের তরফে জানানো হয়েছে, ৭৬০৪০১০০৩৫ নম্বরে ফোন করলেই পশু চিকিৎসার ‘মোবাইল ভ্যান’ পৌঁছে যাবে। মঙ্গলবার কাটোয়ায় এ কথা জানান রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। এ দিন তিনি কাটোয়া শহরের অনাদিবাবুর বাগানে ‘মাল্টি ডিসিপ্লিনারি’ পশু হাসপাতালে জীবাণুনাশক ওষুধ ‘স্প্রে’ করেন। ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

Advertisement

স্বপনবাবু বলেন, ‘‘এখন পথ কুকুরদের খাদ্যাভাব দেখা দিয়েছে। তাদের নজরে রাখা হবে। এ ছাড়া, গৃহপালিত প্রাণীরা এই সময় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা করার জন্য এই বিশেষ পরিষেবা চালু করা হল। এখন পূর্ব বর্ধমান জেলায় পরীক্ষামূলক ভাবে এই মোবাইল ভ্যান পরিষেবা চালু করা হল। শীঘ্রই গোটা রাজ্যে তা শুরু করা হবে।’’ তিনি জানান, প্রাণিবন্ধু থেকে শুরু করে দফতরের সমস্ত কর্মীদেরই পরিষেবা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গৃহপালিত পশুরা অসুস্থ হলে হেল্পলাইন নম্বরে ফোন করলেই সঙ্গে-সঙ্গেই ওই এলাকায় মোবাইল চিকিৎসা ভ্যান পৌঁছে যাবে।

প্রাণিসম্পদ দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে সুপার স্পেশালিটি পশু হাসপাতাল আছে মোট ১১৪টি। এর মধ্যে পূর্ব বর্ধমান জেলায় রয়েছে দু’টি। ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্র পাঁচটি, অতিরিক্ত প্রাণী স্বাস্থ্যকেন্দ্র ১৭টি। জেলায় মোবাইল চিকিৎসা ভ্যান রয়েছে মোট ছ’টি। রাজ্যে সরকার পরিচালিত হাঁস-মুরগির খামার রয়েছে ২৯টি। প্রতিটি পশু স্বাস্থ্যকেন্দ্রেই জীবাণুনাশক ‘স্প্রে’ করার কাজ শুরু হয়েছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে।

Advertisement

এ দিন করোনা পরিস্থিতি নিয়ে কাটোয়ার পুরপ্রধান তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেন মন্ত্রী। ছিলেন কাউন্সিলরেরাও। স্বপনবাবু বলেন, ‘‘কাটোয়ায় হোম কোয়রান্টিনে থাকা বাসিন্দার সংখ্যা কমেছে। শহর ‘স্যানিটাইজ়’ করার কাজ চলছে। অযথা আতঙ্কের কিছু নেই। তবে মানুষকে আরও সচেতন হতে হবে।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেনআপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন