Bardhaman

সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় পাকড়াও দুষ্কৃতী

বাইক চুরি করে পালানোর সময় মাঝপথে পথচারীর ব্যাগও ছিনিয়ে নেয় ওই দুষ্কৃতী। বিষয়টি ট্র্যাফিকে কর্মরত একজন সিভিক ভলেন্টিয়ারের নজরে আসে। একেবারে ফিল্মি কায়দায় তৎক্ষণাৎ সেই সিভিক ভলেন্টিয়ার বাইকের পিছনে ধাওয়া করে ধরে ফেলে ওই দুষ্কৃতীকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ০০:৩৪
Share:

সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় পাকড়াও দুষ্কৃতী। —নিজস্ব চিত্র।

সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় পাকড়াও দুষ্কৃতী। বাইক চুরি করে পালানোর সময় মাঝপথে পথচারীর ব্যাগও ছিনিয়ে নেয় ওই দুষ্কৃতী। বিষয়টি ট্র্যাফিকে কর্মরত একজন সিভিক ভলেন্টিয়ারের নজরে আসে। একেবারে ফিল্মি কায়দায় তৎক্ষণাৎ সেই সিভিক ভলেন্টিয়ার বাইকের পিছনে ধাওয়া করে ধরে ফেলে ওই দুষ্কৃতীকে। বুধবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের আউশগ্রামের গুসকরা পুরসভা এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি তার বাইকটি রেখে গুসকরা সাব রেজিস্ট্রি অফিসে কাজ সারছিলেন। তখন তাঁর বাইকটি নিয়ে চুপিসারে চম্পট দেয় ওই দুষ্কৃতী। তার পর সে বর্ধমান বোলপুর ২বি জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় শহরের নদীপটি মোড় এলাকায় হেঁটে যাওয়া একজন পথচারী মহিলার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। তখন ওই মহিলার চিৎকার-চেঁচামেচি শুনে সেখানে কর্মরত সিভিক ভলেন্টিয়ার তন্ময় পাল রাস্তায় দাঁড়িয়ে ওই দুষ্কৃতীর পথ আটকানোর চেষ্টা করেন। কিন্তু ওই দুষ্কৃতী বাইকের গতি বাড়িয়ে জাতীয় সড়ক ধরে ভেদিয়ার দিকে চলে যায়। তখন অবস্থা বেগতিক বুঝে ওই সিভিক ভলান্টিয়ার একটি চারচাকা গাড়িতে উঠে গিয়ে ওই দুষ্কৃতীর পিছনে ধাওয়া করে। গোবিন্দপুর মোড় থেকে ওই চারচাকা গাড়িটি অন্য দিকে গন্তব্যের উদ্দেশে রওনা দেওয়ায় সেই গাড়ি থেকে নেমে পিছনে আসা একটি অ্যাম্বুল্যান্সে সওয়ার হয় ওই সিভিক ভলেন্টিয়ার তন্ময় পাল ও গোবিন্দপুর মোড়ে কর্মরত অপর সিভিক ভলেন্টিয়ার সুরজিৎ পাত্র। তারা যাওয়ার সময় ফোনে ঘটনার কথা জানায় গুসকরা ট্র্যাফিক ওসি বিশ্বনাথ পাইনকে। শেষমেষ দ্রুত গতিতে যাওয়ার সময় বটগ্রাম মোড়ের কাছে স্পিড ব্রেকার টপকাতে গিয়ে বাইক নিয়ে উল্টে পড়ে ওই দুষ্কৃতী। সে তারপর বাইক ফেলে মাঠ দিয়ে ছুটে পালানোর চেষ্টা করে। কিন্তু শেষরক্ষা হয়নি। অবশেষে ততক্ষণে সেখানে পৌঁছে যান ট্র্যাফিক ওসি বিশ্বনাথ পাইন ও গুসকরা ফাঁড়ির ওসি বিশ্বনাথ দাস-সহ অন্যান্যেরা। পুলিশের জালে ধরা পড়ে ওই দুষ্কৃতী। আর এই ঘটনায় সিভিক তন্ময়ের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাইকটিকে উদ্ধার করার পাশাপাশি ওই মহিলার ফোনটি উদ্ধার করা গেলেও তার ব্যাগটির সন্ধানে খোঁজ চালানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement