চাকরি চেয়ে কাজে বাধা

জমি দিয়েও চাকরি না মেলার অভিযোগে পাণ্ডবেশ্বরে শোনপুর বাজারি প্রকল্পের একটি খোলামুখ খনির কাজে বাধা দিয়ে বিক্ষোভ দেখালেন কিছু বাসিন্দা। ঘণ্টা তিনেক পরে স্থানীয় তৃণমূল নেতা নরেন চক্রবর্তীর হস্তক্ষেপে বিক্ষোভ থামলে ফের কাজ শুরু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ০০:০০
Share:

থমকে: পাণ্ডবেশ্বরের শোনপুর বাজারি প্রকল্পের প্যাচে তখনও চালু হয়নি কাজ। ছবি: ওমপ্রকাশ সিংহ

জমি দিয়েও চাকরি না মেলার অভিযোগে পাণ্ডবেশ্বরে শোনপুর বাজারি প্রকল্পের একটি খোলামুখ খনির কাজে বাধা দিয়ে বিক্ষোভ দেখালেন কিছু বাসিন্দা। ঘণ্টা তিনেক পরে স্থানীয় তৃণমূল নেতা নরেন চক্রবর্তীর হস্তক্ষেপে বিক্ষোভ থামলে ফের কাজ শুরু হয়।

Advertisement

বাসিন্দারা অভিযোগ করেন, জমি অধিগ্রহণের পরে কাজ শুরু হলেও জমিদাতা ৩২টি পরিবারের কেউ এখনও চাকরি পাননি। অক্ষয় মণ্ডল, কুন্তল স্নো, বিনোদ মণ্ডলেরা জানান, বছর সাতেক আগে ইসিএল তাঁদের মোট ৩২টি পরিবারের কাছ থেকে দু’একর করে জমি অধিগ্রহণ করেছিল। সংস্থার নিয়ম অনুযায়ী প্রতি ২ একর পিছু এক জন করে চাকরি দেওয়া বাধ্যতামূলক। তাঁদের অভিযোগ, খোলামুখ খনির কাজ চালু হয়ে গেলেও ৩২ জন চাকরিপ্রার্থীকে নানা ভাবে হয়রান করা হচ্ছে। এ সবের প্রতিকারের দাবিতেই তাঁরা এ দিন বিক্ষোভ দেখান। তবে কোনও রাজনৈতিক ব্যানারে ছিল না।

চাকরি, পুনর্বাসন ইত্যাদি দাবি শোনপুর বাজারি প্রকল্পে এর আগেও বাসিন্দাদের বিক্ষোভে কাজে বাধা পড়েছে। এ দিনও বিক্ষোভের জেরে কাজ বন্ধ হয়ে যায় বলে খনি সূত্রে জানা গিয়েছে। বিক্ষোভ থামার পরে প্রকল্প কর্তৃপক্ষ জানান, অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement