বাড়িতে বিস্ফোরণ, জখম ৪

বাড়ির মধ্যে মজুত বোমা ফেটে জখম চার জন। রবিবার সকালে মেমারির রোকশিপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, এ দিন সাতসকালে বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায় স্থানীয় বাসিন্দা আলি মোল্লা নামে এক জনের বাড়িতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:১০
Share:

বোমা ফাটার পরে ভেঙে পড়েছে দেওয়াল ও ছাদের কিছু অংশ। মেমারিতে নিজস্ব চিত্র।

বাড়ির মধ্যে মজুত বোমা ফেটে জখম চার জন। রবিবার সকালে মেমারির রোকশিপুরের ঘটনা।

Advertisement

পুলিশ জানিয়েছে, এ দিন সাতসকালে বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায় স্থানীয় বাসিন্দা আলি মোল্লা নামে এক জনের বাড়িতে। মেমারি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘরে রাখা একটি বড় প্লাস্টিকের পাত্রে কৌটো বোমা ছিল। সেই বোমা ফেটেই বিপত্তি ঘটেছে। পরপর দু’বার বিস্ফোরণে ঘরের একটা দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। বোমা মজুত রাখার অভিযোগে তিন জন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই আলি মোল্লা ও তাঁর ছেলে নূর মহম্মদ পলাতক বলে পুলিশ জানিয়েছে। জখম চার জনকে পাহা়ড়পুরের মেমারি ২ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

বোমা মজুত রাখার কারণ কী? পুলিশের ধারণা, ওই এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি মহম্মদ ইসমাইল ও পঞ্চায়েত সমিতির সভাপতির গোষ্ঠীর মধ্যে প্রায়শই গোলমাল বাধে। সেই কারণেই বোমা মজুত করা হতে পারে বলে পুলিশের অনুমান। মহম্মদ ইসমাইল নিজেও বলেন, ‘‘আমাদের মারার জন্যই বোমা মজুত করে রাখা হয়।’’ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিরুদ্ধ গোষ্ঠী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement