Durgapur Fire

দুর্গাপুরে বহুতল আবাসনে আগুন! ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল দমকল

দুর্গাপুরে বহুতল আবাসনে আগুন। বহুতলের চারতলায় আগুন লাগে বৃহস্পতিবার বিকেলে। যদিও আগুন খুব বেশি ছড়িয়ে পড়েনি। ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৩
Share:

দুর্গাপুরের আবাসনে আগুন। ছবি: সংগৃহীত।

দুর্গাপুরে বহুতল আবাসনে আগুন। বহুতলের চারতলায় আগুন লাগে বৃহস্পতিবার বিকেলে। যদিও আগুন খুব বেশি ছড়িয়ে পড়েনি। ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন।

Advertisement

দুর্গাপুর থানা এলাকার শোভাপুরের কাছে ওই বহুতলে আগুন লাগে। বিকেলে আবাসনের চারতলায় ধোঁয়া দেখতে পান এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। পাশাপাশি এলাকাবাসীরাই আগুন নেবানোর চেষ্টা করেন। কিন্তু চারতলার ঘর বন্ধ থাকায় আগুন নেবাতে সমস্যা হয়। যদিও পরে দমকল এসে আগুন নেবাতে সক্ষম হয়।

কিন্তু কী কারণে আগুন লেগেছে, তা স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। অভিযোগ, আবাসনে যে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল, তার গত ছ’মাস আগেই শেষ হয়ে গিয়েছে। এ বিষয়ে দমকলের এক আধিকারিক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement