শনিবার দুপুরে দুর্গাপুরে বেনাচিতির মসজিদ মহল্লায় এক যুবকের উপরে হামলা চালায় জনা কুড়ির একটি দল। গোলমালের মাঝে গুলি চললে নিহত হন এক যুবক, যিনি হামলাকারীদের দলে ছিলেন বলে অভিযোগ। দিনেদুপুরে এমন ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন শহরের অনেকেই।