সমবায়ে গোলমালে জখম চার, অভিযুক্ত সিপিএম

তৃণমূলের অভিযোগ, দুপুর দেড়টা নাগাদ স্থানীয় এক তৃণমূল কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে হাত ধুতে বেরতেই জনা পাঁচেক সশস্ত্র সিপিএম সমর্থক গালিগালাজ শুরু করে। বচসা বাধলে তারা রাম দা দিয়ে তেড়ে আসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ০২:১৮
Share:

স্বাস্থ্যকেন্দ্রে জখমেরা। নিজস্ব চিত্র

কৃষি উন্নয়ন সমিতির ভোটে মনোনয়ন জমা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত হলেন চার তৃণমূল সমর্থক। অভিযোগের তীর সিপিএম কর্মীদের দিকে। সোমবার দুপুরে কেতুগ্রামের চরখির ওই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলের কাছ থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম ও মশলাও মিলেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেতুগ্রাম ২ ব্লকের বিল্লেশ্বর পঞ্চায়েতের চরখি গ্রামে হাটারি সমবায় কৃষি উন্নয়ন সমিতিটি বরাবরই সিপিএমের দখলে রয়েছে। আগামী ৩০ জুলাই ভোটের জন্য সোমবার মনোনয়নপত্র জমা দেওয়া চলছিল। ৯টি আসনে মনোনয়ন দিতে সিপিএম, তৃণমূল দু’দলের সদস্যরাই দুপুর ১২টার মধ্যে সমিতিতে পৌঁছে যান। তৃণমূল ৯টি ও সিপিএম ১২টি মনোনয়নপত্র জমাও দেয়। তৃণমূলের অভিযোগ, দুপুর দেড়টা নাগাদ স্থানীয় এক তৃণমূল কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে হাত ধুতে বেরতেই জনা পাঁচেক সশস্ত্র সিপিএম সমর্থক গালিগালাজ শুরু করে। বচসা বাধলে তারা রাম দা দিয়ে তেড়ে আসে। হামলায় আহত হন তৃণমূল কর্মী, ভুলকুড়ির বাসিন্দা ঝন্টু মণ্ডল, সন্টু পান, মানিক মণ্ডল ও কোপার বাসিন্দা সনৎ দাস। তাঁদের কেতুগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পরে শ্যামল ঘোষ ও সাগর পাল নামে দুই সিপিএম কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

সিপিএম নেতারা যদিও অভিযোগ মানেননি। তাঁদের দাবি, দিন পাঁচেক আগে খাজুরডিহির কিছু দুষ্কৃতী এনে দলের কর্মী-সমর্থকদের হুমকি দেয় তৃণমূলের কয়েকজন। মনোনয়ন জমা দিতে নিষেধ করে হুমকিও দেওয়া হয়। এ দিনও বেশ কিছু বহিরাগত দু্ষ্কৃতীদের আনিয়ে তৃণমূল আগে থেকেই গোলমাল বাধানোর চেষ্টা করছিল বলে দাবি সিপিএমের জেলা কমিটির সদস্য তমাল মাঝির। তাঁর দাবি, ‘‘স্থানীয়রা বোমা বাধার ঘটনা দেখে ফেলে বাধা দিতে গেলেই জনরোষে তৃণমূল কর্মীরা আহত হন। এর সঙ্গে সিপিএমের যোগ নেই।’’ তাঁর আরও দাবি, ধৃত সিপিএম কর্মী শ্যামল ঘোষ ছুটিতে বাড়িতে এসে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন। তাঁকে ফাঁসানো হয়েছে। তৃণমূলের ব্লক সভাপতি বিকাশ মজুমদারের পাল্টা দাবি, ‘‘সমিতিতে একটি মাত্র আসনেই বুদ্ধদেব মণ্ডল নামে একজন তৃণমূল কর্মী রয়েছেন। পরিকল্পনামাফিক এলাকায় অশান্তি তৈরি করতে হার্মাদ বাহিনী পাঠিয়েছিল সিপিএম।’’

Advertisement

পুলিশ জানিয়েছে, এলাকায় টহল চলছে। আজ, মঙ্গলবারও মনোনয়নপত্র জমা দেওয়ার দিন রয়েছে। তা যাতে শান্তিপূর্ণ ভাবে মেটে তা দেখা হবে বলে জানান ব্লকের কো-অপারেটিভ অফিসার অমিতাভ ভট্টাচার্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন