ভোটার কার্ড জাল করে প্রতারণা, ধৃত

ভোটার কার্ডে জালিয়াতি করে মোবাইলের সিম বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, এক কাউন্সিলরকে দেওয়া হুমকির অভিযোগের তদন্ত করতে গিয়ে ওই ব্যবসায়ীর খোঁজ মেলে। জালিয়াতি, ষড়যন্ত্রের ধারায় মামলা শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০০:৪২
Share:

প্রতীকী ছবি

ভোটার কার্ডে জালিয়াতি করে মোবাইলের সিম বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, এক কাউন্সিলরকে দেওয়া হুমকির অভিযোগের তদন্ত করতে গিয়ে ওই ব্যবসায়ীর খোঁজ মেলে। জালিয়াতি, ষড়যন্ত্রের ধারায় মামলা শুরু হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার নতুনহাটে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণব দত্ত। অভিযোগ, রাত একটি অচেনা নম্বর থেকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয় তাঁকে। পরের দিন কাটোয়া থানায় অভিযোগ জানান প্রণববাবু। ঘটনার তদন্তে নেমে তদন্তকারী অফিসার সুভাষ বাগ জানতে পারেন অভিযুক্ত নম্বরটি খাজুরডিহির বাসিন্দা বেলি পাল নামে এক মহিলার ভোটার কার্ড ব্যবহার করে তোলা হয়েছে। বেলিদেবীর নাম ও এপিক নম্বর দিয়ে আলাদা ভুয়ো ছবি, ঠিকানা বসিয়ে ওই সিম কার্ডটি গত ৩০শে মার্চ চালু করা হয়েছে বলেও জানা যায়। অথচ বেলিদেবীর ভোটার কার্ড বছর পাঁচেক আগেই হারিয়ে গিয়েছে।

এরপরে ওই মোবাইল নেটওয়ার্ক কোম্পানির বর্ধমান শাখায় যোগাযোগ করে পুলিশ জানতে পারে ১৮ নম্বর ওয়ার্ডের সার্কাস ময়দানের ডিস্ট্রিবিউটর বিভাস ঘোষ সিম কার্ডটি বরমপুর নিবাসী খুচরো বিক্রেতা রাম দাসকে বিক্রির জন্য দিয়েছেন। পুলিশ বিভাস ঘোষ, রাম দাস ও ওই কোম্পানির অ্যাকটিভেশন অফিসার মধুরিমা দত্তের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগে মামলা শুরু করে। বৃহস্পতিবার সন্ধ্যায় সার্কাস ময়দানে দোকান থেকে গ্রেফতার করা হয় মঙ্গলকটের কুড়ুম্বোর বাসিন্দা বছর বত্রিশের বিভাসকে। শুক্রবার আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজত হয়। জেরায় জালিয়াতির আরও তথ্য মিলবে বলেও পুলিশের দাবি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন