Sexual Assault

প্রতিমা নিরঞ্জন দেখানোর ছুতো! সাত বছরের শিশুকে শ্মশানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন যুবকের

পরিবারের অভিযোগ, ‘ভূত’ দেখানোর কথা বলে অভিযুক্ত ওই কন্যাকে নিয়ে যান স্থানীয় শ্মশানে। নির্জন শ্মশানে শিশুটিকে অভিযুক্ত যৌন নির্যাতন করে বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ২১:২৯
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দুর্গা প্রতিমা নিরঞ্জন দেখাতে নিয়ে যাওয়ার ছুতোয় শিশুকন্যাকে নির্জন শ্মশানে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ। পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত করছে। আদালত অভিযুক্তকে পুলিশের হেফাজতে পাঠিয়েছে। শিশুটি এখন চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে সাত বছরের কন্যাকে নিয়ে বাপের বাড়িতে গিয়েছিলেন তার মা। অভিযোগ, প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা দেখাতে নিয়ে যাবেন বলে এলাকার এক যুবক কন্যাকে কোলে তুলে নিয়ে হাঁটা দেন।

পরিবারের অভিযোগ, ‘ভূত’ দেখানোর কথা বলে অভিযুক্ত ওই কন্যাকে নিয়ে যান স্থানীয় শ্মশানে। নির্জন শ্মশানে শিশুটিকে অভিযুক্ত যৌন নির্যাতন করে বলে অভিযোগ। সেই সময়ে এলাকার এক বাসিন্দা শ্মশানের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি শিশুটির কান্না শুনে শ্মশানে ছুটে যান। তিনি চিৎকার শুরু করতেই অভিযুক্ত ওই শিশুকে শ্মশানে ফেলে পালিয়ে যান।

Advertisement

শিশুটিকে উদ্ধার করে তাঁর বাড়িতে পৌছে দেন ওই ব্যক্তি। তার পরিবারকে গোটা বিষয়টি জানান। এর পরেই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌঁছোয়। ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। শুক্রবার রাতে শিশুর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement