অভিযুক্ত তরুণীর প্রেমিক

সদ্যোজাতকে পাচার, গ্রেফতার চার

এক তরুণীর সদ্যোজাত সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালে স্বামী পরিচয় দেওয়া যুবকের বিরুদ্ধে। পরে অবশ্য দুর্গাপুর থেকে হাত ঘুরে রানিগঞ্জে পৌঁছে যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে। চার জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ০৫ জুন ২০১৬ ০২:৪০
Share:

এক তরুণীর সদ্যোজাত সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালে স্বামী পরিচয় দেওয়া যুবকের বিরুদ্ধে। পরে অবশ্য দুর্গাপুর থেকে হাত ঘুরে রানিগঞ্জে পৌঁছে যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে। চার জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের এমএএমসি নবীনপল্লি এলাকার ওই তরুণী ৮ মার্চ মুচিপাড়া সংলগ্ন একটি নার্সিংহোমে পুত্রসন্তানের জন্ম দেন। সেখানে তাঁর স্বামীর পরিচয়ে গিয়েছিলেন এক যুবক। তরুণীর অভিযোগ, জন্মের পর থেকেই ছেলেকে দেখতে পাননি তিনি। ওই যুবকের কাছে যতবারই তিনি ছেলেকে দেখতে চেয়েছেন, ওই যুবক তাঁকে দেখতে দেননি। বারবার বলেছেন, ‘শিশুটি অসুস্থ। তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’ তরুণীর অভিযোগ, নিউ টাউনশিপ থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ খোঁজ নেওয়ার আশ্বাস দিলেও লিখিত অভিযোগ নেয়নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার দুর্গাপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

এই তরুণীর সঙ্গে যুবকের প্রণয়ের সম্পর্ক ছিল বলে মনে করেছে পুলিশ। অবিবাহিত তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিপাকে পড়ে প্রেমিক। পুলিশের অনুমান, নিজেকে বাঁচাতেই সদ্যোজাত শিশুটিকে বিক্রি করার পরিকল্পনা করে ওই যুবক। তদন্তে নেমে পুলিশ ওই যুবককে জেরা শুরু করে। কথাবার্তায় অসঙ্গতি পেয়ে তাকে আটক করে পুলিশ। আরও জেরা করে জানা যায়, নার্সিংহোমের প্রাক্তন কর্মী গৌরাঙ্গ ঘোষ ও রানিগঞ্জের সিহারশোলের বাসিন্দা সঞ্জয় কাজোরিয়ার মাধ্যমে সেখানকারই মনীশকুমার কয়ালের কাছে নগদ অর্থের বিনিময়ে শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে। তবে এটি বিচ্ছিন্ন ঘটনা নাকি কোনও শিশু পাচার চক্র এর মধ্যে জড়িয়ে রয়েছে তা দেখছে পুলিশ। এসিপি (পূর্ব) সুব্রত দেব জানিয়েছেন, ধৃতদের জেরা করে ঘটনায় আরও কেউ জড়িত কিনা খোঁজ নিয়ে দেখা হবে। শনিবার ধৃতদের আদালতে ৪ দিনের পুলিশি হেফাজত হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন