মহরমের তাজিয়া ঘিরে সম্প্রীতির বার্তা অন্ডালে

স্থানীয় সূত্রে জানা যায়, কাজোড়ার সরিষাডাঙা থেকে বের হয়েছিল তাজিয়া। তাজিয়া খাসকাজোড়া কোলিয়ারি শিবমন্দির এলাকায় আসা মাত্র চলে আসেন হিন্দু, জৈন ও শিখ ধর্মাবলম্বী মানুষ। তাজিয়ায় যোগ দেওয়া মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, লাঠি খেলা, সবই চলল সম্প্রীতির মেজাজে। এমন অভ্যর্থনা পেয়ে অভিভূত তাজিয়া কমিটির আজহার খান, আকবর আনসারিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

অন্ডাল শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৭ ০৭:০০
Share:

শুভেচ্ছা: রবিবার অন্ডালে। — নিজস্ব চিত্র।

ফি বছরের মতো এ বারেও বেরিয়েছিল মহরমের তাজিয়া। এলাকার শিবমন্দিরের কাছে সেই তাজিয়া পৌঁছতেই তাতে যোগ দেওয়া মানুষদের পুষ্পস্তবক ও মালা পরিয়ে স্বাগত জানালেন ভিন্-ধর্মের মানুষ জন। চলল মিষ্টিমুখও। মহরম এবং শারোদৎসবের মরসুমে রবিবার এ ভাবেই সম্প্রীতির বার্তা দিল অন্ডালের খাসকাজোড়া।

Advertisement

কী ঘটেছিল এ দিন? স্থানীয় সূত্রে জানা যায়, কাজোড়ার সরিষাডাঙা থেকে বের হয়েছিল তাজিয়া। তাজিয়া খাসকাজোড়া কোলিয়ারি শিবমন্দির এলাকায় আসা মাত্র চলে আসেন হিন্দু, জৈন ও শিখ ধর্মাবলম্বী মানুষ। তাজিয়ায় যোগ দেওয়া মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, লাঠি খেলা, সবই চলল সম্প্রীতির মেজাজে। এমন অভ্যর্থনা পেয়ে অভিভূত তাজিয়া কমিটির আজহার খান, আকবর আনসারিরা। তাঁরাও জানিয়ে দিলেন, এলাকার পুজোর বিসর্জনের দিন যোগ দেবেন। পালন করবেন স্বেচ্ছাসেবকের ভূমিকা।

অন্যতম উদ্যোক্তা হরভজন সিংহ, অনিল মিশ্র, বিষণদেব নুনিয়া, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেনুদেবী নুনিয়ারা জানান, এই কর্মসূচির জন্য আগেভাগে এলাকায় চাঁদা সংগ্রহ করা হয়। তৈরি হয় একটি তহবিলও। তাঁদের কথায়, ‘‘কর্মসূত্রে এলাকায় নানা ধর্মের মানুষ বাস করেন। আমরা সকলেই পড়শি। তাই সব অনুষ্ঠানেই আমরা যে এক সঙ্গে চলি, সেই সম্প্রীতির বার্তা দিতেই এই আয়োজন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন