পুলিশ নিষ্ক্রিয় থাকলে ব্যবস্থা নেব: রাজনাথ

পূর্বস্থলী উত্তর কেন্দ্রের দলীয় প্রার্থী স্বপন ভট্টাচার্যের হয়ে সোমবার জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। জনসভায় আগাগোড়াই আক্রমণাত্মক ছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পূর্বস্থলী শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ০১:২৯
Share:

তৃণমূলনেত্রীর বিরুদ্ধে এ বার সুর চড়ালেন বিজেপি-র রাজনাথ সিংহ।

Advertisement

পূর্বস্থলী উত্তর কেন্দ্রের দলীয় প্রার্থী স্বপন ভট্টাচার্যের হয়ে সোমবার জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। জনসভায় আগাগোড়াই আক্রমণাত্মক ছিলেন তিনি। অনুপ্রবেশ থেকে জাল নোট একের পর এক বিষয় নিয়ে এক হাত নেন রাজ্যের শাসক দলকে।

এ দিন বিকেল তিনটে নাগাদ পূর্বস্থলী ২ ব্লকের ছাতনি এলাকায় নির্বাচনী সভা হওয়ার কথা ছিল। সাড়ে তিনটে নাগাদ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর হেলিকপ্টার এসে পৌঁছায়। অনুপ্রবেশের প্রশ্নে প্রথমেই তিনি নিশানা করেন শাসকদলকে। রাজনাথের অভিযোগ, ‘‘তৃণমূলের মদতেই অনুপ্রবেশ সমস্যা মাথাচারা দিয়েছে। বাংলাদেশ থেকে ঢুকছে জাল নোটের কারবারিরা।’’ রাজ্যে বোমার কারখানা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জনতার উদ্দেশে আহ্বান করেন, ‘‘আপনারা বিজেপিকে ক্ষমতায় আনুন। আমরা এখানে বোমা তৈরির সমস্ত কারখানা বন্ধ করে দেব।’’

Advertisement

কালনা মহকুমার চার কেন্দ্রের মধ্যে পূর্বস্থলী উত্তরকেন্দ্রে। এ দিনের সভায় আট হাজারেরও বেশি মানুষ সভায় আসেন। ভিড় দেখে খুশি দেখিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে। মঞ্চে তিনি অভিযোগ করেন, ‘‘কংগ্রেস টুজি, কয়লা কেলেঙ্কারি-সহ অজস্র দুর্নীতিতে যুক্ত। অথচ মোদী সরকারের দু’বছরে কোনও কলঙ্ক নেই।’’ রাজ্যের নানা জায়গায় ভোট পরবর্তী অশান্তি নিয়েও মুখ খোলেন রাজনাথ। পুলিশ নিষ্ক্রিয় থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়ে গিয়েছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রীর কথায়, ‘‘অন্য দল বিজেপি কর্মীদের মারধর করে যাবে। এটা চলতে পারে না। পুলিশ যদি কিছু না করে ভোট মিটলে ব্যবস্থা নেওয়া হবে।’’

এ দিন গোয়ালপাড়া গ্রামে পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের দলীয় প্রার্থী রাজীব ভৌমিকের জনসভা করার কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রীর। যদিও এ দিন সকালে পুলিশ জানিয়ে দেয়, এলাকায় শাসক দলের একটি মিছিল রয়েছে। ওই মিছিলের অনুমতি আগে নিয়ে রেখেছে শাসক দল। ফলে সভার অনুমতি দেওয়া যাবে না। রাজীববাবুর দাবি, ‘‘শাসক দল ভয় পেয়েই পুলিশকে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সভার অনুমতি বাতিল করে দেয়।’’ তৃণমূল সেই দাবি মানতে চায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন