সিবিআই তদন্ত চাইল পরিবার

এ দিন জয়দেব কেঁদুলিতে মকর-স্নান সেরে কাঁকসার রূপগঞ্জে সন্দীপের বাড়ি আসেন দিলীপবাবু। সন্দীপের বাবা বিজয়বাবু ও মা প্রতিমাদেবীর সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা বলেন দিলীপবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁকসা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ০০:৩৫
Share:

নিহত সন্দীপ ঘোষের বাড়িতে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

দলের নিহত বুথ সভাপতি সন্দীপ ঘোষের বাড়িতে গেলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নিহতের বাবা। সেই সঙ্গে তদন্তের গতিপ্রকৃতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের মা-ও।

Advertisement

এ দিন জয়দেব কেঁদুলিতে মকর-স্নান সেরে কাঁকসার রূপগঞ্জে সন্দীপের বাড়ি আসেন দিলীপবাবু। সন্দীপের বাবা বিজয়বাবু ও মা প্রতিমাদেবীর সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা বলেন দিলীপবাবু। নিহতের বাবা খুনীদের শাস্তির দাবি তোলেন। তিনি সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, ‘‘ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্ত হোক। খুনের ঘটনায় গ্রামের লোকও জড়িয়ে আছেন। সিবিআই তদন্ত হলে প্রকৃত সত্য প্রকাশ পাবে।’’ নিহতের মা প্রতিমাদেবীও বলেন, ‘‘এখনও সবাই গ্রেফতার হয়নি। সব ধামাচাপা দেওয়া হচ্ছে।’’

ঘটনাচক্রে, এই ঘটনায় চার জন ধরা পড়লেও অন্যতম অভিযুক্ত শেখ সইফুল এখনও অধরা। সইফুল বিদবিহার পঞ্চায়েতের তৃণমূল সদস্যও। বিজেপি ঘটনার পরে থেকেই অভিযোগ করেছে, সইফুল তৃণমূল-ঘনিষ্ঠ হওয়াতেই পুলিশ তাকে ধরছে না। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

Advertisement

এ দিন দিলীপবাবুও অভিযোগ করেন, ‘‘প্রশাসন ঠিকমতো কাজ করছে না। ফি দিন রাজনৈতিক কর্মীরা খুন হচ্ছেন। বিজেপি কর্মীদের পাশাপাশি তৃণমূলের লোকজনও নিজেদের মধ্যে মারামারি করে খুন হচ্ছেন। খুনিরা সাজা পাচ্ছে না। সন্দীপের খুনিরাও জামিন পেয়ে যাবে।’’ যদিও আসানসোল-দুর্গাপুর ডিসি (পূর্ব) অভিষেক মোদী বলেন, ‘‘আমরা তদন্ত করছি। চার জন ইতিমধ্যেই ধরা পড়েছে।’’ তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, ‘‘পুলিশ নিজের কাজ করছে। ওই ঘটনায় দলের কেউ জড়িত নন। দিলীপবাবুরা এসে মাঝেসাঝে অশান্তি পাকানোর চেষ্টা করেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন