নির্মীয়মাণ বেসরকারি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল সুনীল মাড্ডি (২১) নামে এক ঠিকা শ্রমিকের। শুক্রবার দুপুরে বুদবুদের পানাগড় শিল্পতালুকের ঘটনা। মৃতের বাড়ি আউশগ্রামের সাহেবডাঙা এলাকায়। দেহ ময়না-তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।