কুলদীপ যাদব। ছবি: পিটিআই।
কোনও বল প্যাডে লাগলেই হল। সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে আম্পায়ারের দিকে তাকিয়ে আউটের আবেদন। তা নাকচ হলে অধিনায়কের দিকে তাকিয়ে রিভিউ নেওয়ার আকুতি। শনিবার তৃতীয় ম্যাচে বার বার কুলদীপ যাদবের কাণ্ড দেখে হাসি চাপতে পারলেন না রোহিত শর্মা এবং কেএল রাহুল। ম্যাচের বিরতিতে কুলদীপ স্বীকারও করে নিলেন, রিভিউয়ের বিষয়ে তিনি খুবই খারাপ।
তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার ইনিংস চলাকালীন বহু বার কুলদীপ এলবিডব্লিউয়ের আবেদন করেছেন। আম্পায়ার নাকচ করে দিলেই অধিনায়ক কেএল রাহুলের দিকে তাকিয়েছেন। আর্তি করেছেন রিভিউ নেওয়ার। যে সব ঘটনায় আউটের ন্যূনতম সম্ভাবনাও নেই, তখনও কুলদীপের আবেদন দেখে হেসে ফেলেছেন রোহিত এবং রাহুল।
কুলদীপ বলেন, “ডিআরএস নেওয়ার ক্ষেত্রে আমি খুবই খারাপ। তাই জন্যই ওরা আমার পিছনে লাগে। বল প্যাডে লাগলেই আমার মনে হয় আউট। উইকেটের পিছনে কেএল খুবই ভাল অধিনায়ক। বিশেষ করে ডিআরএস নেওয়ার ক্ষেত্রে। বোলার হিসাবে সব নট আউটকেই আউট মনে হয় আমার। তাই আশেপাশে এমন মানুষ থাকা দরকার যারা পরামর্শ দিতে পারে এবং শান্ত করতে পারে।”
৪৩তম ওভারের পঞ্চম বলে প্রথম বার এমন ঘটনা ঘটে। করবিন বশকে ফেরানোর দু’টি বল পরেই রাউন্ড দ্য উইকেট থেকে বল করেছিলেন কুলদীপ। বল লাগে লুনগি এনগিডির প্যাডে। আবেদন করে প্রত্যাখ্যাত হওয়ার পর রাহুলের দিকে তাকিয়ে রিভিউয়ের আবেদন করেন কুলদীপ। রাহুল রাজি হননি। রোহিত কুলদীপকে নির্দেশ দেন বোলিং মার্কে ফিরে যেতে।
পরের দিকে আবার একই ঘটনা ঘটে। হতাশ রাহুল বলেও দেন, “বলটা তো উইকেটের ধারেকাছেও নেই।” তার পরের বলে ফের কুলদীপ একই কাজ করলে হাসিতে ফেটে পড়েল রাহুল এবং রোহিত।