FIFA World Cup 2026

বিশ্বকাপে নিশ্চিত নয় নেমারের খেলা, গ্রুপবিন্যাসের দিনই কোচ বলে দিলেন, ‘আমার কারও কাছে ধারবাকি নেই’

বিশ্বকাপের গ্রুপবিন্যাসের দিনই নেমারকে সতর্ক করে দিলেন ব্রাজ়িলের কোচ কার্লো আনচেলোত্তি। স্পষ্ট জানালেন, নামের জোরে বিশ্বকাপের দলে জায়গা পাবেন না তিনি। যোগ্য হলে তবেই দলে থাকতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৬:২৮
Share:

ব্রাজ়িলের জার্সিতে নেমার। — ফাইল চিত্র।

বিশ্বকাপের গ্রুপবিন্যাসের দিনই নেমারকে সতর্কবার্তা পাঠালেন ব্রাজ়িলের কোচ কার্লো আনচেলোত্তি। জানিয়ে দিলেন, নামের জোরে বিশ্বকাপের দলে জায়গা পাবেন না তিনি। যোগ্য হলে তবেই দলে থাকতে পারেন। শুধুমাত্র নেমারকে নিয়ে ভাবতে বারণ করেছেন আনচেলোত্তি। তাঁর মতে, ব্রাজ়িলের অনেক ভাল ফুটবলার রয়েছে যাঁদের নিয়ে আলোচনা করা উচিত।

Advertisement

ওয়াশিংটনে গ্রুপবিন্যাসের দিন হাজির ছিলেন আনচেলোত্তি। সাংবাদিক বৈঠকে বলেন, “নেমার যদি বিশ্বকাপের দলে থাকার যোগ্য হয় তা হলে নিশ্চয়ই জায়গা পাবে। বিশ্বকাপে খেলতেও পারবে। তবে আমার কারও কাছে ধারবাকি নেই।” বিশ্বকাপে গ্রুপ সি-তে ব্রাজ়িল রয়েছে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডের সঙ্গে।

আনচেলোত্তি আরও বলেন, “নেমারকে নিয়ে কথা বলতে হলে বাকিদের নিয়েও কথা বলতে হবে। ব্রাজ়িল দলকে নিয়ে কথা বলা দরকার। সেখানে নেমার থাকুক বা না থাকুক। মার্চে ফিফার ম্যাচের পরেই চূড়ান্ত তালিকা তৈরি করব।”

Advertisement

২০২৩-এর অক্টোবরে উরুগুয়ে ম্যাচে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছিলেন নেমার। তার পর থেকে এখনও পুরো সুস্থ হতে পারেননি। তবে ব্রাজ়িলের ঘরোয়া লিগে স্যান্টোসের হয়ে যথাসাধ্য চেষ্টা করছেন। অবনমন বাঁচানোর চেষ্টা করছেন। পেশির চোট নিয়ে খেলেও বুধবার হ্যাটট্রিক করেছেন।

আনচেলোত্তির সাফ কথা, ব্রাজ়িল দলে এখন আর কোনও একজন ফুটবলারের দিকে নজর দিলে চলবে না। বাকিরাও নজর কাড়ার জন্য তৈরি। ইটালীয় কোচের কথায়, “আমাদের দলে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার রয়েছে, সেরা কিছু ডিফেন্ডার আছে, সেরা মিডফিল্ডার এবং স্ট্রাইকারেরা আছেন। আমি চাই না ফুটবলারেরা বিশ্বসেরা হোক। আমি তাদেরই চাই যারা দেশকে বিশ্বকাপ জেতাতে পারে।”

ব্রাজ়িল গ্রুপে শীর্ষস্থানে শেষ করতে পারে বলেই মনে করছেন আনচেলোত্তি। তাঁর কথায়, “তিনটি ম্যাচই জেতার ক্ষমতা রয়েছে আমাদের। ভাবনাচিন্তা খুব স্পষ্ট। লড়াকু দল হিসাবে বিশ্বকাপে খেলতে চাই। ফাইনালে উঠতে চাই। তার জন্য শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হবে। মরক্কো গত বিশ্বকাপে দারুণ খেলেছে। স্কটল্যান্ডও শক্তিশালী। তাই আমাদের তৈরি থাকতে হবে।”

২০০২-এ জাপানে শেষ বার বিশ্বকাপ জিতেছিল ব্রাজ়িল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement