শেষ প্রহরে জোর প্রচার় গলসিতে

কারও প্রচারে এসেছেন একঝাঁক বিদায়ী বিধায়ক, কেউ বা আবার ভরসা রাখলেন বাড়ি বাড়ি প্রচারে। মঙ্গলবার ভোট প্রচারের শেষ দিনে কেউই খামতি রাখতে চাইলেন না রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বুদবুদ শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ০১:৩০
Share:

টহলের ফাঁকে। বর্ধমানে তোলা নিজস্ব চিত্র।

কারও প্রচারে এসেছেন একঝাঁক বিদায়ী বিধায়ক, কেউ বা আবার ভরসা রাখলেন বাড়ি বাড়ি প্রচারে। মঙ্গলবার ভোট প্রচারের শেষ দিনে কেউই খামতি রাখতে চাইলেন না রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। এ দিন সকালে আউশগ্রাম বিধানসভার ভাতকুণ্ডায় তৃণমূল একটি জনসভার আয়োজন করে। দলের প্রার্থী অভেদানন্দ থান্ডারের হয়ে প্রচারে নামেন লাভপুরের বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম, বোলপুরের বিদায়ী বিধায়ক চন্দ্রনাথ সিংহ। বুদবুদে প্রচারে বেরোন গলসির বিজেপি প্রার্থী সুন্দরলাল পাসোয়ান। সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুরেশ পুজারি। মানকর, সাধুনগর-সহ বিভিন্ন এলাকায় প্রচার চালায় বিজেপি। কাঁকসার বনকাটি পঞ্চায়েতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নন্দলাল পণ্ডিত। গলসির তৃণমূল প্রার্থী অলোক কুমার মাঝির সমর্থনে জামদহ এলাকায় মিচিল করেন দলের নেতা, কর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন