Durgapur

উল্টে গেল পুলকার, জখম ১২

চালক পুলকার চালাতে দিয়েছিলেন পাশেই বসে থাকা এক মহিলাকে। তার পরেই উল্টে যায় পুলকারটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ০৫:১১
Share:

পুলকার উল্টে যাওয়ার পরে জটলা। ইনসেটে, দুর্ঘটনাগ্রস্ত পুলকার। নিজস্ব চিত্র

চালক পুলকার চালাতে দিয়েছিলেন পাশেই বসে থাকা এক মহিলাকে। তার পরেই উল্টে যায় পুলকারটি। এমনই দাবি পুলকারে থাকা পড়ুয়াদের। এর জেরে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রাথমিক স্তরের ১২ জন পড়ুয়া চোট পায়। সোমবার সকালে দুর্গাপুরের ঘটনা। ওই মহিলা এবং চালক যদিও পড়ুয়াদের দাবির মানেননি।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, ডিএসপি টাউনশিপের লালা লাজপত রায় রোডের ওই স্কুলের পড়ুয়াদের স্কুলে নিয়ে যাচ্ছিল পুলকারটি। সকাল সাড়ে ৭টা নাগাদ ডিএসপি টাউনশিপের বি-জোনের চিত্রালয় আইল্যান্ডের কাছে বাঁক নিতে গিয়ে পুলকারটি নিয়ন্ত্রণ হারায়। চতুর্থ শ্রেণির পড়ুয়া শতায়ু মোদক বলে, ‘‘আঙ্কল গাড়ি চালাচ্ছিল। হঠাৎ আন্টিকে গাড়ি চালাতে দেয়। তার পরেই গাড়িটা এক দিকে টাল খেয়ে অন্য দিকে উল্টে যায়।’’

এর জেরে অল্পবিস্তর চোট পায় কয়েকজন পড়ুয়া। আতঙ্কিত পড়ুয়াদের চিৎকারে পিছনে থাকা অন্য যানবাহনের চালক, আরোহী ও আশপাশের বাসিন্দারা চলে আসেন। আসেন স্কুলের অধ্যক্ষ রাজ পলসন শেখর-সহ অন্যেরাও। তড়িঘড়ি পড়ুয়াদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডিএসপি হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে সবাইকে ছেড়ে দেওয়া হয়। এক জনকে জরুরি বিভাগে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। অধ্যক্ষ বলেন, ‘‘পুলকারের পিছনেই ছিলেন স্কুলের দুই শিক্ষক। তাঁদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ভাগ্য ভাল, পড়ুয়ারা সে রকম চোট পায়নি। পুলিশের পাশাপাশি, স্কুলও ঘটনাটি খতিয়ে দেখবে।’’

Advertisement

এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন অভিভাবকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক পড়ুয়ার ঠাকুমা বলেন, ‘‘নাতনির কিছু হয়নি। অল্পের উপর দিয়ে গেল। কিন্তু এই ঘটনায় আতঙ্কে রয়েছি।’’

পুলিশ সূত্রে খবর, ওই মহিলা কোনও পড়ুয়ার অভিভাবক নন। এ ক্ষেত্রে ওই মহিলাকে গাড়ি চালানো শেখানো হচ্ছিল কি না, সে প্রশ্নও করছেন অভিভাবকেরা। পড়ুয়াদের একাংশের দাবি, এর আগেও এক দিন দুপুরে ‘আন্টি’কে গাড়ি চালাতে দিয়েছিলেন ‘আঙ্কল’। যদিও পুলিশের কাছে চালক অভিযোগ মানতে চাননি বলে খবর। তাঁর দাবি, তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। বাঁকের মুখে গাড়ির সামনের চাকা আইল্যান্ডের গায়ে উঠে পড়লে তিনি নিয়ন্ত্রণ হারান। ওই মহিলাও দাবি করেছেন, তিনি গাড়ি চালাননি। পুলকারের চালকের পাশে বসেছিলেন।

পুলিশ জানায়, পুলকার, সেটির চালক এবং তাঁর সঙ্গে থাকা মহিলাকে আটক করা হয়েছে। দু’জনকে জেরা করা হচ্ছে। গাড়ির যন্ত্রাংশের কোনও ত্রুটি ছিল কি না, দেখা হচ্ছে তা-ও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন