নিখোঁজ রোগীর দেহ হাসপাতাল চত্বরেই

আগের রাত থেকে নিখোঁজ থাকা এক রোগীর মৃতদেহ মিলল হাসপাতাল চত্বরেই। বৃহস্পতিবার আসানসোল জেলা হাসপাতালে এই ঘটনার পরে ওই রোগীর পরিজনেরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। যদিও কোথাও কোনও লিখিত অভিযোগ করেননি তাঁরা। ঘটনার বিভাগীয় তদন্ত হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০১:৪৫
Share:

আগের রাত থেকে নিখোঁজ থাকা এক রোগীর মৃতদেহ মিলল হাসপাতাল চত্বরেই। বৃহস্পতিবার আসানসোল জেলা হাসপাতালে এই ঘটনার পরে ওই রোগীর পরিজনেরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। যদিও কোথাও কোনও লিখিত অভিযোগ করেননি তাঁরা। ঘটনার বিভাগীয় তদন্ত হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মহম্মদ শামিম (৪০) নামে ওই ব্যক্তি পায়ে সংক্রমণ নিয়ে ১৬ জুন ভর্তি হন। তিনি যে ওয়ার্ডে ভর্তি ছিলেন সেখানকার রোগীরা হাসপাতাল ও পরিবারের লোকজনকে জানান, বুধবার মাঝ রাত থেকে শামিমকে আর দেখেননি তাঁরা। মৃতের ভাই মহম্মদ সেলিম জানান, তাঁদের বাড়ির লোকজন এ দিন সকালে হাসপাতালে এসে শামিমকে দেখতে পাননি। হাসপাতাল কর্তৃপক্ষও হদিস দিতে পারেননি। তাই তাঁরা আসানসোল দক্ষিণ থানায় নিখোঁজ ডায়েরি করতে যান। কিন্তু খানিক পরেই খবর পান, হাসপাতালের পিছনে ফাঁকা জায়গায় একটি দেহ পড়ে রয়েছে। হাসপাতালে ফিরে দেহ শনাক্ত করেন তাঁরা।

এই ঘটনার পরে হাসপাতালে ক্ষোভ-বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের পরিজনেরা। তাঁদের দাবি, ওই রোগীকে উপর থেকে কেউ ঠেলে ফেলে দিয়েছে। নিরাপত্তারক্ষী থাকা সত্বেও কী ভাবে এক জন রোগী বাইরে বেরিয়ে যেতে পারে, সে প্রশ্নও তোলেন তাঁরা। হাসপাতালের সুপার নিখিল দাস বলেন, ‘‘আমি ইতিমধ্যে সমস্ত রিপোর্ট আনার ব্যবস্থা করেছি। বিভাগীয় তদন্ত করে এর কারণ খুঁজে বের করা হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন