Beaten To Death Case

শ্রাদ্ধে খেতে গিয়ে কথা কাটাকাটি, দুই পক্ষের মারামারিতে প্রাণ গেল যুবকের! রানিগঞ্জে পুলিশি ধরপাকড়

স্থানীয় সূত্রে খবর, মারধরে মৃত্যু হয়েছে যে যুবকের, তাঁর নাম অমিত বাউড়ি। বয়স ২৭ বছর। গন্ডগোলের সূত্রপাত গত বৃহস্পতিবার। স্থান রানিগঞ্জের বক্তানগরে একটি শ্রাদ্ধানুষ্ঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৩:১২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শ্রাদ্ধে খেতে গিয়ে কোনও এক বিষয়ে কথা কাটাকাটি হয়েছিল দুই পক্ষের। সেখান থেকে মারামারি এবং সংঘর্ষ। পরে ঘুমন্ত এক যুবকের উপর হামলার অভিযোগ পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে। মারধরে ওই যুবকের মৃত্যুতে শুরু হয় আবার লড়াই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। চলছে বাকি অভিযুক্তদের খোঁজ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মারধরে মৃত্যু হয়েছে যে যুবকের, তাঁর নাম অমিত বাউড়ি। বয়স ২৭ বছর। গন্ডগোলের সূত্রপাত গত বৃহস্পতিবার। স্থান রানিগঞ্জের বক্তানগরে একটি শ্রাদ্ধানুষ্ঠান। জানা যাচ্ছে, সে দিন খাবার সময়ে অমিতের সঙ্গে পরিমল বাউড়ি, বিমল বাউড়ি এবং কমল বাউড়ি-সহ কয়েক জনের সঙ্গে কথা কাটাকাটি হয়। ওই বচসা পরে হাতাহাতির আকার নেয়। উপস্থিত কয়েক জনের হস্তক্ষেপে তখনকার মতো অশান্তি মিটে গিয়েছিল। কিন্তু ওই রাতেই ঘুমন্ত অমিতের উপর পরিমল-সহ কয়েক জন হামলা চালান বলে অভিযোগ।

বেধড়ক মারে অসুস্থ হয়ে যান যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।

Advertisement

অমিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নতুন করে অশান্তির সৃষ্টি হয়। অভিযুক্তদের বাড়িতে হামলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রানিগঞ্জ থানার পুলিশবাহিনী। দীর্ঘ ক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে পরিমল বাউড়িকে গ্রেফতার করে আসানসোল আদালতে হাজির করানো হয়েছে। বিচারক তাঁর ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে এবং তদন্ত চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement