—প্রতীকী ছবি।
ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ। ধৃতের নাম রাজকুমার কার্ফা ওরফে রনি। গলসি থানা উড়া গ্রামে তাঁর বাড়ি। বৃহস্পতিবার ভোররাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়।
জামিনের আবেদনে ধৃতের আইনজীবী বলেন, যে কোনও ধরণের সাইবার অপরাধের তদন্ত করার কথা সাইবার থানার। কিন্তু এ ক্ষেত্রে গলসি থানা তদন্ত করছে। তা ছাড়া যে ধারায় মামলা হয়েছে, তার সর্বোচ্চ সাজার মেয়াদ ৩ বছর। তাই যে কোনও শর্তে ধৃতের জামিন মঞ্জুর করা হোক। সরকারি আইনজীবী অবশ্য জামিনের তীব্র বিরোধিতা করেন। আদালতে পেশ করা রিপোর্টে পুলিশ জানিয়েছে, ঘটনার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে। যে কোনও সময় গন্ডগোল ঘটতে পারে। তা ছাড়া ধৃত জামিন পেলে শারীরিক ভাবে নিগৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশের এই যুক্তির কথা তুলে ধরে জামিনের আবেদন খারিজ করে ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।
পুলিশ জানিয়েছে, ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট করেন রাজকুমার। সেটি গলসি থানার খেতুড়া গ্রামের এক বাসিন্দার নজরে আসে। ফেসবুক পোস্টের প্রিন্ট আউট নিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ও ৫০৫(২) ধারায় মামলা রুজু করেছে থানা।