বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত বৈঠকে

বিভিন্ন শ্রমিক সংগঠন ও মালিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পর ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের বোনাসের চুক্তি হল শুক্রবার। ডেপুটি লেবার কমিশনারের কার্যালয়ে হওয়া ওই বৈঠকে ঠিক হয়েছে, শ্রমিকেরা গতবারের তুলনায় ৬০০ টাকা করে বেশি বোনাস পাবেন।

Advertisement
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৫ ০০:৫৫
Share:

বিভিন্ন শ্রমিক সংগঠন ও মালিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পর ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের বোনাসের চুক্তি হল শুক্রবার। ডেপুটি লেবার কমিশনারের কার্যালয়ে হওয়া ওই বৈঠকে ঠিক হয়েছে, শ্রমিকেরা গতবারের তুলনায় ৬০০ টাকা করে বেশি বোনাস পাবেন। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি, সিটু, আইএনটিইউসি-সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা ও মালিক সংগঠনের প্রতিনিধিরা। আইএনটিটিইউসি জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় জানান, এর জেরে জেলার প্রায় ২০০টি কারখানার হাজার ছ’য়েক শ্রমিক উপকৃত হবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement