বৃষ্টি পরবর্তী অবস্থা নিয়ে বৈঠক জেলায়

বৃষ্টি পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বুধবার বৈঠকে বসলেন জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ০২:০১
Share:

বন্যা নিয়ে বৈঠক জেলায়।

বৃষ্টি পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বুধবার বৈঠকে বসলেন জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। বর্ধমান উন্নয়ন সংস্থার সভাঘরে আয়োজিত ওই বৈঠকে ছিলেন জেলাশাসক সৌমিত্র মোহন, পুলিশ সুপার কুণাল অগ্রবাল, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু-সহ স্বাস্থ্য, পূর্ত, কৃষি, সেচ প্রভৃতি দফতরের আধিকারিকেরা। বৈঠক শেষে সভাধিপতি দেবু টুডু বলেন, ‘‘জেলা জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হিসেব নির্ধারণ করার জন্য বিভিন্ন আধিকারিকদের ১০ অগস্টের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।’’ ব্লক দফতর থেকে বীজধান বিলি, ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামতি-সহ একাধিক পরিকল্পনার কথা জানান দেবুবাবু। প্রধানমন্ত্রী সড়ক যোজনার জন্য কেন্দ্র সরকারের কাছে টাকা চাওয়া হবে বলেও জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে। দেবুবাবু জানান, ক্ষতি হওয়া পানীয় জলের পাইপগুলি জনস্থাস্থ্য কারিগরি বিভাগকে দ্রুত মেরামতি করার নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement