Migrant Worker Death

বাংলা কথা বলায় হেনস্থা ভিন্‌-রাজ্যে, ফের নালিশ

এ দিনই অসমে মৃত কোচবিহারের শীতলখুচির শ্রমিক হিমঙ্কর পালের (৩৩) দেহ ফেরে গ্রামে। বাস ভাড়া নিয়ে বচসায় তাঁকে খুনের অভিযোগ করেছে পরিবারের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০৭:৩৬
Share:

— প্রতীকী চিত্র।

বাংলায় কথা বলায় ফের হেনস্থার অভিযোগ বিজেপি-শাসিত রাজ্যে। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ও সংলগ্ন এলাকার একদল শ্রমিক গুজরাতের সুরাতে পাঁউরুটি কারখানায় কাজে যাওয়ার সময়ে ছত্তীসগঢ়ে ট্রেন থেকে নামিয়ে তিন জনকে হেনস্থা করার অভিযোগ উঠল রেলপুলিশের বিরুদ্ধে। সংশ্লিষ্টদের বাড়ি ফেরাতে পদক্ষেপ করছেন বলে কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ সাহানেওয়াজ জানান। বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মণ্ডলের দাবি, ওই তিন জনই নাবালক। তাই আইন মেনে রেলপুলিশ আটক করে পরিবারকে খবর দিয়েছে। কেতুগ্রাম থানার পুলিশ এ বিষয়ে খোঁজ নিচ্ছে।

এ দিনই অসমে মৃত কোচবিহারের শীতলখুচির শ্রমিক হিমঙ্কর পালের (৩৩) দেহ ফেরে গ্রামে। বাস ভাড়া নিয়ে বচসায় তাঁকে খুনের অভিযোগ করেছে পরিবারের। মৃতের বাবা নীতীশ বলেন, “আবারও হামলার আশঙ্কায় অসমে অভিযোগ করিনি।” অভিযোগ পেলে আইনি পদক্ষেপ করা হবে, জানিয়েছে জেলা পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন