police

‘পোস্ট’-এর পরে এল নির্দেশ, গাড়ি পাঠাল পুলিশ

বুধবার মাঝ রাতে ওই শ্রমিকদের দু’টি গাড়িতে করে আসানসোলে আনার কথা জানায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৮ মে ২০২০ ০৭:১৫
Share:

ফেরানো হল বিহারে আটকে পড়া এই শ্রমিকদের। নিজস্ব চিত্র

কয়েকশো কিলোমিটার হাঁটার কারণে পায়ে ক্ষত তৈরি হয়েছিল। খাওয়া জোটেনি ঠিক মতো। অভিযোগ, ভিন্ রাজ্যে নানা এলাকায় প্রশাসনের সহযোগিতা মেলেনি। এ ভাবেই বিহারের ঝাঝা স্টেশন পর্যন্ত পৌঁছন পূর্ব বর্ধমানের দশ জন পরিযায়ী শ্রমিক। তাঁদেরই এক জন নিজেদের অবস্থার কথা জানিয়ে ছবি-সহ ‘পোস্ট’ করেন ‘সোশ্যাল মিডিয়া’য়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাড়ি ফেরার আবেদনও জানান। এর পরেই বুধবার মাঝ রাতে ওই শ্রমিকদের দু’টি গাড়িতে করে আসানসোলে আনার কথা জানায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পরে তাঁদের বাড়ি পাঠানো হয়।

Advertisement

ওই দলটি জানায়, তাঁরা পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার রাজাপুর, ভাতশালা ও কালনার বুলবুলিতলার বাসিন্দা। কয়েকমাস আগে ওই পরিযায়ী ঠিকাকর্মীরা বিহারের মধুবনিতে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প নির্মাণের কাজ করছিলেন। অভিযোগ, ‘লকডাউন’-এর পরেই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এলাকা থেকে উধাও হয়ে যান। রাজেশ দেবনাথ নামে এক ঠিকা শ্রমিক বলেন, ‘‘প্রাপ্য টাকাও ঠিক মতো দেননি ঠিকাদার। কোথায় ওই ঠিকাদার আছেন, তা-ও জানি না। বেশ কিছু দিন অপেক্ষা করেও লাভ নেই বুঝে, হেঁটে বাড়ি ফিরছিলাম।’’

রাজেশবাবুরা জানান, তাঁরা প্রধানত দিনে হেঁটেছেন। রাতে রাস্তার ধারে শুয়েছিলেন। তাঁর আক্ষেপ, ‘‘রাস্তায় সে ভাবে প্রশাসনের সহযোগিতা পাইনি। লাভ হয়নি। টানা পাঁচ দিন হাঁটার পরে, দীপক দেবনাথ নামে আমাদেরই এক জন সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আর্জি জানান।’’ ওই শ্রমিকদের দাবি, ‘পোস্ট’ করার ঘণ্টাখানেকের মধ্যে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে ফোন যায় তাঁদের কাছে।

Advertisement

কমিশনারেটের ডিসিপি (পশ্চিম) অনমিত্র দাস বলেন, ‘‘রাজ্য সরকারের উদ্যোগেই ওই পরিযায়ী শ্রমিকদের বিহারের ঝাঝা থেকে দু’টি গাড়িতে করে ফিরিয়ে আনা হয়েছে। রাজ্যে পৌঁছনোর পরে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে ‘নবান্ন’ থেকে জেলার পুলিশের কাছে ওই শ্রমিকদের ফেরানোর নির্দেশ আসে। রাত প্রায় ৩টে নাগাদ কুলটিতে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানায় ডুবুরডিহি সীমানা দিয়ে ওই শ্রমিকদের আনা হয়। রাতেই প্রত্যেককে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন