‘সবার জায়গা হবে’, আহ্বান জিতেন্দ্রর

কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ও ব্রিগেডের সমাবেশ সফল করার আহ্বানে এ দিন দুর্গাপুর ২ ব্লক মহিলা তৃণমূল সভাটির আয়োজন করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ০২:৩১
Share:

প্রতীকী চিত্র

লোকসভা নির্বাচনে বিজেপি-সহ সব বিরোধী দলের কর্মী-সমর্থকদের তৃণমূলের হাত শক্ত করার আহ্বান জানালেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির।

Advertisement

রবিবার দুর্গাপুরের কুড়ুরিয়াডাঙায় এক দলীয় সভায় তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের উপরে রাগ পুষে রাখবেন না। শুধু তৃণমূল নয়, সিপিএম, কংগ্রেস এমনকি এই রাজ্যের বিজেপি কর্মীদেরও দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করা। আপনারা আসুন। সবার জায়গা হবে। দরকার হলে আমরা জায়গা ছেড়ে দেব।’’

বিরোধীদের উপরে নানা সময়ে অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ দিন সে দিকে ইঙ্গিত করে জিতেন্দ্রবাবু বলেন, ‘‘আমাদের মধ্যে হয়তো কেউ কেউ অতি উৎসাহে সীমা অতিক্রম করে ফেলেছি। ভুল হয়ে থাকতে পারে। কিন্তু আমাদের নেতৃত্বে কাজ করতে হবে না আপনাদের। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করবেন।’’

Advertisement

কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ও ব্রিগেডের সমাবেশ সফল করার আহ্বানে এ দিন দুর্গাপুর ২ ব্লক মহিলা তৃণমূল সভাটির আয়োজন করে। সভায় যোগ দেন দলের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়, বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়, অমিতাভ বন্দ্যোপাধ্যায়, পবিত্র চট্টোপাধ্যায় প্রমুখ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুরে আসার কথা রয়েছে বলে বিজেপি সূত্রে খবর। এ দিন সেই বিষয়টিকেও ইঙ্গিত করে মেয়র বলেন, ‘উনি আসানসোলে এসেছিলেন। তার পরে একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ হয়েছে। এ বার দুর্গাপুরে এলেও একই পরিস্থিতি হবে।’’ তবে তাঁর এমন ‘আহ্বান’-কে মোটেও আমল দিতে নারাজ বিরোধীরা। দুর্গাপুরের বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিরোধী দলের কর্মীদের একের পর এক খুন করে, মিথ্যা মামলায় জড়িয়ে গণতন্ত্রের দফারফা করছে তৃণমূল। মানুষ যে ওদের প্রত্যাখ্যান করেছে, তা লোকসভা নির্বাচনের ফলেই পরিষ্কার হয়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন