ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ হয়েছিল গ্রন্থাগারিকের বিরুদ্ধে। কিন্তু তার পরেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। জামুড়িয়ায় এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা। অভিযোগকারী অভিভাবকের দাবি, বিষয়টি নিয়ে সরব হওয়ার পরে তাঁকে কিছু দুষ্কৃতীর হুমকির মুখেও পড়তে হচ্ছে। পুলিশের দাবি, ঘটনার তদন্ত চলছে।
৪ অগস্ট রাজপুর-নন্ডি হাইস্কুলের গ্রন্থাগারিক অরূপ সরকারের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ দায়ের হয় জামুড়িয়া থানায়। অভিভাবকেরা জানান, স্কুলের জনা দশেক পড়ুয়া বাড়িতে গিয়ে গ্রন্থাগারিকের বিরুদ্ধে ওই অভিযোগের কথা জানিয়েছিলেন। বাড়িতে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও ওই পড়ুয়ারা দাবি করেন। অভিভাবকেরা এর প্রতিবাদে বিক্ষোভ দেখান। বাড়ুল গ্রামের বাসিন্দা শেখ মোক্তার জানান, থানায় বিক্ষোভ দেখাতে গেলে পুলিশের তরফে জানানো হয়, অভিভাবকদের তরফে লিখিত অভিযোগ করতে হবে। তিনিই সেই অভিযোগ দায়ের করেন বলে মোক্তার জানান। এর পরে পুলিশ অভিযুক্তকে থানায় ডাকে, কিন্তু গ্রেফতার করেনি। মোক্তারের অভিযোগ, ‘‘পুলিশ অভিযুক্তকে গ্রেফতার না করায় তিনি বেপরোয়া হয়ে উঠেছেন। গত কয়েক দিন ধরে কিছু দুষ্কৃতী রাস্তাঘাটে আমাকে অভিযোগ তুলে নেওয়ার কথা বলে হুমকি দিচ্ছে। ভয়ে পুলিশের কাছেও যেতে পারছি না।’’
অরূপবাবু অবশ্য ঘটনার পরেই বিষয়টিকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছিলেন। বাকি অভিযোগ নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। পুলিশ অবশ্য তদন্তে কোনও গাফিলতির কথা মানতে নারাজ। জামুড়িয়া থানা জানায়, পড়ুয়াদের জবানবন্দি নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজন হলে অভিযুক্তকে গ্রেফতার করা হবে।