Pocso

মুম্বই পুলিশের হাতে গ্রেফতার পকসো মামলায় অভিযুক্ত, গা ঢাকা দিয়ে ছিল বৈঁচিতে

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ২০১৯-এর শেষের দিকে মুর্শিদাবাদের এক নাবালিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করার অপরাধে  মুম্বইয়ের কোলাবায় গ্রেফতার হয় বাদশা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ২০:৩২
Share:

অভিযুক্ত মহম্মদ বাদশা।

মুম্বই পুলিশের হাত থেকে পালিয়ে প্রায় একবছর গা ঢাকা দিয়ে থাকার পর ধরা পড়ল পকসো মামলায় অভিযুক্ত। শুক্রবার বৈঁচির পূর্ব পাড়া থেকে মহম্মদ বাদশাকে গ্রেফতার করে মুম্বইয় পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ২০১৯-এর শেষের দিকে মুর্শিদাবাদের এক নাবালিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করার অপরাধে মুম্বইয়ের কোলাবায় গ্রেফতার হয় বাদশা। দু’টি পকসো মামলায় অভিযুক্ত ছিলো বাদশা। বেশ কিছুদিন জেলে ছিল সে। আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হেফাজত থেকে পালিয়েছিল। দীর্ঘ দিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে বৈঁচির পূর্বপাড়ায় গা ঢাকা দিয়ে ছিল বাদশা। আগে তিন বার মুম্বই পুলিশ বাদশার খোঁজে আসে, কিন্তু খালি হাতে ফিরতে হয় তাদের। অবশেষে বৈঁচি-পান্ডুয়া থানার সাহায্যে মুম্বই পুলিশ বাদশাকে গ্রেফতার করে। আজ তাকে চুঁচুড়া আদালতে পেশ করার পর ট্রনজিট রিমান্ডে মুম্বইয়ে নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের অন্ধেরীতে এমব্রয়ডারির কাজ করত বাদশা। একই জায়গায় কাজ করত মুর্শিদাবাদের এক মহিলা। ওই মহিলার নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে যায় সে। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পরে পুলিশ বাদশাকে গ্রেফতার করে। তার বৌদি রেজিনা বিবি বলেন, “শুনেছি আদালত থেকে চলে এসেছিল বলে পুলিশ তাকে খুঁজছিল। লকডাউনের সময় বাড়িতে ছিল। আজ যখন দেওর বাড়িতে ছিল পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement