আট দিন ধরে বিদ্যুৎ নেই, ক্ষোভ

ট্রান্সফর্মার বিকল হওয়ায় আট দিন ধরে বিদ্যুৎহীন কাটোয়ার কোশিগ্রামের একাংশ। ভোগান্তির মুখে পড়তে হচ্ছে প্রায় ১৫০টি পরিবারকে।

Advertisement
কাটোয়া শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ০০:৫৭
Share:

ট্রান্সফর্মার বিকল হওয়ায় আট দিন ধরে বিদ্যুৎহীন কাটোয়ার কোশিগ্রামের একাংশ। ভোগান্তির মুখে পড়তে হচ্ছে প্রায় ১৫০টি পরিবারকে। দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবিতে বাসিন্দাদের একাংশ বুধবার কাটোয়া বিদ্যুৎ দফতরে স্মারকলিপি জমা দিলেন।

Advertisement

বাসিন্দারা জানান, পাশের গ্রাম খাঁয়েরপাড়ার ট্রান্সফর্মার থেকে কোশিগ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হয়। গত ১৯ জুলাই ট্রান্সফর্মারটি বিকল হয়ে যায়। তারপর থেকেই এলাকা কার্যত অন্ধকার বলে জানান বাসিন্দারা। ব্যবসায়ীদের বক্তব্য, সন্ধ্যের পরে দোকান খুলতে না পারায় লোকসান হচ্ছে। স্থানীয় বাসিন্দা সুপ্রভাত ঘোষ, অনির্বাণ রায়, পরেশনাথ সাহারা জানান, বিদ্যুতের দাবিতে প্রশাসনের দরবার করে লাভ হয়নি। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিদ্যুৎ দফতর।

কাটোয়ার বেশ কয়েকটি এলাকায় লো ভল্টেজ, দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকা-সহ বিভিন্ন অভিযোগে স্মারকলিপি জমা দিল রাজ্য বিদ্যুৎ পর্ষদ কর্মচারী ও শ্রমিক ইউনিয়ন। একটি পথসভাও করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক বলাই দাসের অভিযোগ, ‘‘কাটোয়ার বেশ কয়েকটি এলাকায় বারবার বিদ্যুৎ চলে যায়। কেতুগ্রামের উদ্ধারণপুর, আগরডাঙ্গাতে রয়েছে লো ভোল্টেজের সমস্যা।’’ সংগঠনের আরও দাবি, কর্মী পরিষেবার মানও বাড়াতে হবে। ডিভিশনল ম্যানেজার গৌতম দত্ত দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন