Upper Primary Recruitment

উচ্চ প্রাথমিকে ১২৪১ জনের কাউন্সেলিং কবে, প্রশ্ন প্রার্থীদের

উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, ২০২৪-এর ২৮ অগস্ট হাই কোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল, মেধা তালিকায় থাকা ১৪০৫২ জনের নিয়োগ নিশ্চিত করতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০৯:০২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

উচ্চ প্রাথমিকের আট দফায় ১২৭২৩ জনের কাউন্সেলিং হয়েছে। বাকি রয়েছে ১২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং। বছর শেষ হতে চলল। উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের প্রশ্ন, বাকি ১২৪১ জনের কাউন্সেলিং কবে হবে? তাঁদের প্রশ্ন, হাই কোর্টের নির্দেশের পরেও কেন বাকি ১২৪১ জনের কাউন্সেলিং শুরু হচ্ছে না?

উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, ২০২৪-এর ২৮ অগস্ট হাই কোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল, মেধা তালিকায় থাকা ১৪০৫২ জনের নিয়োগ নিশ্চিত করতে হবে। তার পরে সেই রায় মেনে আট দফায় ১২,৭২৩ জনের কাউন্সেলিং করেছে এসএসসি। শেষ অষ্টম কাউন্সেলিং হয় ১ অগস্ট। গত ৪ সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং পার্থসারথি চট্টোপাধ্যায় রায় দেন, ২০ নভেম্বরের মধ্যে ১২৪১ জনের কাউন্সেলিং শেষ করতে হবে।

উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী সুশান্ত ঘোষ বলেন, ‘‘২০ নভেম্বর শুনানি হয়নি। পরবর্তী শুনানির দিন ঠিক হয় ২৭ নভেম্বর। সে দিন আবার শিক্ষা দফতরের আইনজীবী অনুপস্থিত ছিলেন। তখন আদালত অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠায়। কিন্তু উনি এজলাসে উপস্থিত হতে পারেননি। আদালত তাঁকে পরবর্তী ৮ ডিসেম্বরের শুনানিতে উপস্থিত থাকতে বলেন। সে দিন আবার আমাদের মামলা আদালতে ওঠেনি।’’

সুশান্ত জানান, ২০২৪ সালের ২৮ অগস্ট আদালত নির্দেশ দিয়েছিল, উচ্চ প্রাথমিকের তালিকায় থাকা ১৪০৫২ জনের কাউন্সেলিং নিশ্চিত করতে হবে। আদালতের নির্দেশকেও কেন মান্যতা দিচ্ছে না এসএসসি? শিক্ষকের অভাবে যেখানে উচ্চ প্রাথমিক স্কুলগুলি বন্ধ হতে বসেছে, সেখানে শূন্য পদ পাঠাতে কেন এত গড়িমসি? এসএসসি-র এক কর্তা জানিয়েছেন, শিক্ষা দফতর এখনও শূন্য পদের হিসাব তাঁদের পাঠায়নি। শিক্ষা দফতর থেকে সেই হিসাব এলেই তাঁরা কাউন্সেলিং শুরু করবেন। এসএসসি-র এক কর্তা বলেন, ‘‘আমরাও চাই ১২৪১ জনের কাউন্সেলিং করে উচ্চ প্রাথমিকের নিয়োগ শেষ করতে।’’

উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে তাঁদের ধর্না-অবস্থান শুক্রবার ১০৯০ দিনে পড়ল। যত দিন না সবার কাউন্সেলিং শেষ করে নিয়োগ হয়, তত দিন অবস্থান চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন