— প্রতিনিধিত্বমূলক চিত্র।
কালীপুজোয় খাবার খাওয়ার পরেই মৃত্যু হল এক দোকানির। অসুস্থ হয়ে পড়লেন আরও অনেকে। শনিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামে ঘটনাটি ঘটেছে। বড়কালীর মেলায় খাবারে বিষক্রিয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছে খাদ্য সুরক্ষা দফতর।
রবিবার তদন্ত শুরু করেছেন খাদ্য সুরক্ষা দফতরের প্রতিনিধিরা। তকিপুর গ্রামের প্রবীর মিত্র নামে যে ব্যক্তির বাড়ির খাবার খেয়ে ওই ঘটনা ঘটে, সেখান থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই বাড়ির রান্নাঘরও ‘সিল’ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে মৃত দোকানির দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পাশাপাশি, যাতে তদন্তে কোনও ব্যাঘাত না ঘটে, সে জন্য প্রশাসনের নির্দেশে মেলায় আসা সব দোকানিকে রবিবারই দোকান গুটিয়ে নিতে বলা হয়েছে।
শনিবার আউশগ্রামের তকিপুরে বড়কালীর মেলায় ঘটনাটি ঘটে। প্রতি বছর বড়কালীর পুজো উপলক্ষে তকিপুরে বড়সড় মেলা বসে। এক সপ্তাহব্যাপী সেই মেলায় চলতি বছরেও বিভিন্ন জেলা থেকে বহু ব্যবসায়ী গিয়েছিলেন। কিন্তু শনিবার দুপুরে বিসর্জনের পর পরই উদ্ধার হয় এক দোকানির মৃতদেহ। অসুস্থ হয়ে পড়েন আরও অনেকে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। অনেকে অভিযোগ করেন, খাবারে বিষক্রিয়ার জেরেই এমন ঘটেছে। স্থানীয়দের দাবি, পুজো কমিটির পক্ষ থেকে প্রবীর মিত্রকে খাবারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর বাড়িতে রান্না করা খাবারই সরবরাহ করা হচ্ছিল গত কয়েক দিন ধরে। অসুস্থদের কথায়, সেই খাবার থেকেই বিষক্রিয়া ছড়িয়েছে। সে সব অভিযোগ আপাতত খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট এবং খাদ্য সুরক্ষা দফতরের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।