Howrah

কর্তব্যরত রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের কর্মীকে মারধর মত্ত যুবকদের! হাওড়ায় ধৃত তিন

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় লিলুয়া থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় বিশ্বজিৎকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। তত ক্ষণে অভিযুক্তেরা চম্পট দিয়েছেন। তল্লাশি চালিয়ে পরে তিন অভিযুক্ত আমন সিংহ, অভিষেক রায় এবং কৌশিক কাওয়াতকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ২৩:০৬
Share:

জখম রাজ্য বিদ্যুৎ বণ্টন দফতরের কর্মী। — নিজস্ব চিত্র।

কর্তব্যরত রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের কর্মীকে মারধর মত্ত যুবকদের! রবিবার হাওড়ার লিলুয়ায় ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই কর্মী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবারই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে লিলুয়া থানার পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে লিলুয়ার ভট্টনগর এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ার খবর পেয়ে গাড়ি নিয়ে ছুটে গিয়েছিলেন রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের তিন কর্মী। কাজ সেরে ফেরার সময় তাঁরা দেখেন, চকপাড়া এলাকায় রাস্তার ধারে একটি গাড়িতে বসে মদ্যপান করছেন কয়েক জন যুবক। গাড়ির দরজা খোলা থাকায় রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে অসুবিধা হচ্ছিল। তাই যুবকদের দরজা বন্ধ করতে বলেন বিদ্যুৎ বণ্টন নিগমের কর্মী বিশ্বজিৎ চক্রবর্তী। এ নিয়ে দু’পক্ষে বচসা শুরু হয়ে যায়। এক পর্যায়ে বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, বিয়ারের বোতল দিয়ে বিশ্বজিতের মাথায় আঘাত করেন যুবকেরা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিশ্বজিৎ। আঘাত লাগে চোখেও। তাঁকে বাঁচাতে গিয়ে অন্য দুই কর্মীও আক্রান্ত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় লিলুয়া থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় বিশ্বজিৎকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। তত ক্ষণে অভিযুক্তেরা চম্পট দিয়েছেন। তল্লাশি চালিয়ে পরে তিন অভিযুক্ত আমন সিংহ, অভিষেক রায় এবং কৌশিক কাওয়াতকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাঁদের হাওড়া আদালতে হাজির করানো হয়েছে। এক জনের তিন দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement