arrest

Arrest: বাড়িতে সরকারি চাকরির চাপ! ঝাড়খণ্ডের যুবক কালো কোট গায়ে টিটি সেজেছিলেন আসানসোলে

তন্ময় জানিয়েছেন, সরকারি চাকরি না পাওয়ায় তাঁর বাড়িতে প্রায়ই অশান্তি লেগে থাকত। শেষমেশ টিকিট পরীক্ষক সাজেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১৯:২৪
Share:

টিটি সেজে পুলিশের জালে। নিজস্ব চিত্র।

কালো কোট গায়ে চড়িয়ে স্টেশন চত্বরে টিকিট পরীক্ষা করছিলেন যুবক। কিন্তু তাঁর পরিচয় জানতে চাইতেই ফাঁস হয়ে গেল রহস্য। জানা গেল, ওই যুবক আসলে ভুয়ো টিকিট পরীক্ষক। বৃহস্পতিবার আসানসোল স্টেশনের এই ঘটনায় রেল পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম তন্ময় কর। তিনি ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা। তাঁর কাছ থেকে তিনটি ভুয়ো পরিচয়পত্র পাওয়া গিয়েছে। এর মধ্যে একটি রেলের ভুয়ো পরিচয়পত্র, একটি আধার কার্ড এবং শংসাপত্র। তিনটি নথিতে আলাদা আলাদা নাম রয়েছে। রেলকর্মীদের সন্দেহ হওয়ায় প্রাথমিক ভাবে ওই যুবককে নিয়ে যাওয়া হয় আসানসোল স্টেশন মাস্টারের কাছে। স্টেশন মাস্টার তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই ওই যুবক ভেঙে পড়েন। ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

তন্ময় জানিয়েছেন, সরকারি চাকরি না পাওয়ায় তাঁর বাড়িতে প্রায়ই অশান্তি লেগে থাকত। শেষমেশ টিকিট পরীক্ষক সেজে আসানসোল স্টেশনে কাজ করতে শুরু করেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাঁকে ধরা পড়ে যেতে হয়।

Advertisement

(গুরুতর অপরাধে অভিযুক্তকে ‘আপনি’ সম্বোধনে আপত্তি প্রকাশ করেন কেউ কেউ। কিন্তু আইনের বিচারে দোষী সাব্যস্ত হননি, এমন অভিযুক্তকে ‘আপনি’ সম্বোধনেরই পক্ষপাতী আনন্দবাজার অনলাইন)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন